Header Ads

ব্রেস্ট ক্যানসারের যেসব লক্ষণ বেশিরভাগ নারীই অবহেলা করেন | ডা আবিদা সুলতানা | Symptoms of Breast Cancer That Most Women Ignore | Dr. Abida Sultana

ব্রেস্ট ক্যানসারের যেসব লক্ষণ বেশিরভাগ নারীই অবহেলা করেন | ডা আবিদা সুলতানা | Symptoms of Breast Cancer That Most Women Ignore | Dr. Abida Sultana

পুরুদের চেয়ে নারীদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করে, বিশ্বে বর্তমানে স্তন ক্যানসার ফুসফুসের ক্যানসারকেও ছাড়িয়ে গেছে। এই দুরারোগ্য ব্যাধি শনাক্ত হতে অনেকেরই দেরি হয়ে যায়।

যদিও স্তন ক্যানসারের বেশ কিছু লক্ষণ আগে থেকেই শরীরে প্রকাশ পায়, তবে অনেক নারীই সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন। এজন সব নারীরই জেনে রাখা জরুরি স্তন ক্যানসারের লক্ষণগুলো সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক দুরারোগ্য এই ব্যাধির কয়েকটি সাধারণ লক্ষণ সম্পর্কে-

স্তনে ব্যথা

ভুল অনর্বাস পরার কারণে স্তনে ব্যথা হওয়া স্বাভাবিক। আবার পিরিয়ডের আগ দিয়ে স্তনে ব্যথা বা কোমলতা অনুভব করেন বেশিরভাগ নারীই। তবে কোনো কারণ ছাড়াই যদি ২ সপ্তাহের বেশি স্তনে ব্যথা অনুভব করেন, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন।

স্তনে পিণ্ড

স্তন ক্যানসারের প্রথম ও সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ হলো পিণ্ডের উপস্থিতি। এ পিণ্ড শক্ত, নরম, স্থির কিংবা চলমানও হতে পারে। তবে এই পিণ্ড ক্যানসারের কারণ হবে কি না তা যাইয়ের জন্য অবশ্যই দ্রুত পরীক্ষা করাতে হবে।

শিরা দেখতে পাওয়া

স্তনের ত্বকের উপর দিয়ে যদি কোনো শিরা দৃশ্যমান হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। এটিও স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে।

dr abida sultana;

স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণ

স্তন্যপান না করানো সত্ত্বেও আপনার স্নবৃন্ত থেকে যদি তরল বা স্রাব নিঃসরণ হয় তাহলে অবশ্যই তা হতে পারে এক সতর্কতার ইঙ্গিত। এ লক্ষণ দেখলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

স্তনে লালচেভাব

কোনো কারণ ছাড়াই স্তনে লালচেভাব দেখা দিলে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

স্তনের ত্বকে গর্তভাব

স্তনের ত্বকে যদি কোনো গর্তভাব দেখেন তাহলে তা অবহেলা করবেন না। কারণ এটিও হতে পারে ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক এক লক্ষণ।

স্তনবৃন্ত ভেতরে ঢুকে যাওয়া

যদি স্তনের ভেতরে টিউমারটি বড় হয় তাহলে স্তনবৃন্ত ত্বকের ভেতরের দিকে ঢুকে যেতে পারে। িএমন লক্ষণ দেখলে দ্রুত পরীক্ষা করুন।

স্তনের আকার পরিবর্তন

হঠাৎ করেই যদি দেখেন কোনো এক বা দুটো স্তনের আকারেই পরিবর্তন এসেছে সেক্ষেত্রে ব্রেস্ট পরীক্ষা করুন।

বগলে টিউমার

অনেকেই হয়তো জানেন না যে স্তন ক্যানসারের ক্ষেত্রে বগলে কিংবা এর আশপাশে ছোট্ট টিউমার দেখা দিতে পারে।

অনেক সময় এসব ছোট টিউমারকে সাধারণ ভেবে ভুল করেন বেশিরভাগ মানুষই। তবে এর থেকেও ব্রেস্ট ক্যানসার ছড়াতে পারে পুরো শরীরে।


ব্রেস্ট ক্যানসারের যেসব লক্ষণ বেশিরভাগ নারীই অবহেলা করেন | ডা আবিদা সুলতানা

Symptoms of Breast Cancer That Most Women Ignore | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.