যে কারণে ভালোবাসার প্রতীক লাল গোলাপ | ডা আবিদা সুলতানা | Why red roses are a symbol of love | Dr. Abida Sultana
গোলাপের রয়েছে নানা প্রকারভেদ, তবে ভালোবাসা দিবসে লাল গোলাপের চাহিদা থাকে শীর্ষে। লাল গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু এর পেছনের ইতিহাস কী জানেন?
এর সূত্র খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে পৌরাণিক যুগে। প্রাচীন গ্রিকরা ভালোবাসার দেবী হিসেবে অ্যাফ্রোদিতিকে পূজা করত, আর রোমানরা তাকে ডাকত ভেনাস নামে।
বিশ্বাস করা হয়, দেবী অ্যাফ্রোদিতি তার প্রেমিক অ্যাডোনিসকে অত্যন্ত ভালোবাসতেন। প্রেমিকের মৃত্যুর শোকে দেবীর বুকে রক্তক্ষরণ হতো, আর সেই রক্ত থেকেই গোলাপের রং হয়ে উঠেছিল লাল।
এই পৌরাণিক কাহিনি সপ্তদশ শতকে আরও জনপ্রিয় করে তোলেন সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস। পার্সিয়া সফরকালে তিনি "ফুলের ভাষা" নামে একটি সাংকেতিক ভাষার প্রচলন করেন, যেখানে বিভিন্ন ফুলের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা হতো।
উদাহরণস্বরূপ, হলুদ গোলাপ হতাশার প্রতীক, বেগুনি গোলাপ দুঃখ ও ক্ষমাপ্রার্থনার ইঙ্গিত বহন করত, আর লাল গোলাপ বোঝাত গভীর প্রেম ও অনুরাগ।
রাজা চার্লসের প্রচলিত এই ধারণা ও পৌরাণিক কাহিনি মিলিয়ে সতেরো শতক থেকেই লাল গোলাপ বিশ্বব্যাপী ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই ভালোবাসা দিবস বা প্রেমের প্রকাশে লাল গোলাপ আজও প্রেমিক-প্রেমিকার হাতে জায়গা করে নেয়।
যে কারণে ভালোবাসার প্রতীক লাল গোলাপ | ডা আবিদা সুলতানা
Why red roses are a symbol of love | Dr. Abida Sultana
যে কারণে ভালোবাসার প্রতীক লাল গোলাপ | ডা আবিদা সুলতানা
Why red roses are a symbol of love | Dr. Abida Sultana
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments