Header Ads

শীতে হাত-পা ফুলে যায় কেন? | ডা আবিদা সুলতানা | Why do hands and feet swell in winter? | Dr. Abida Sultana

শীতে হাত-পা ফুলে যায় কেন? | ডা আবিদা সুলতানা | Why do hands and feet swell in winter? | Dr. Abida Sultana

শীতে অনেকেই ভোগেন পায়ের ব্যথা, হাত ও পায়ের আঙুল ফুলে যাওয়ার সমস্যায়। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে থাকতে পারে একাধিক কারণ। পানি কম পান করা থেকে শুরু করে শীতে জবুথুবু হয়ে থাকাও এই সমস্যা ডেকে আনতে পারে।

কী কী কারণে শীতে হাত-পা ফোলে?

পানি কম পান করা

শীতে পানি পিপাসা তেমন না পাওয়ায় স্বাভাবিকভাবেই কমে পানি পান করার পরিমাণ। ফলে ডিহাইড্রেশনে ভোগে শরীর। এতে কোষ সোডিয়াম ধরে রাখার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় টিস্যুতে জমা হয় তরল। যে কারণে ফুলে উঠতে পারে হাত-পা।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

নড়াচড়া কম হলে

শীতে বেশিরভাগ মানুষই অলসতায় ভোগেন। বিশেষত বয়স্করা কাবু হয়ে পড়েন ঠান্ডায়। নড়াচড়া করাও দায় হয়ে পড়ে। আবার শীতে শরীরচর্চাও কমিয়ে দেন অনেকেই। এতেই ব্যাহত হয় রক্ত চলাচল। সে কারণে পায়ের পাতা ও আঙুলে জমা হতে পারে তরল।

হরমোনের ভারসাম্য বজায় না থাকলে

ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরে হরমোনের ভারসাম্যও পরিবর্তিত হয়। কর্টিসলের মতো হরমোনের কারণেও শরীরে জমা হতে পারে তরল। ফুলে ওঠে হাত-পা। এছাড়া শীতে ভাজাভুজি, অত্যাধিক নোনতা খাবার খেলে আচমকা শরীরে সোডিয়াম বেড়ে গেলেও এই সমস্যা তৈরি হতে পারে।

রক্ত সঞ্চালনে সমস্যা

শীতে বয়ষ্করা সবচেয়ে বেশি ভোগেন এই সমস্যায়। এছাড়া যাদের ব্লাড প্রেশার হাই তারাও পড়েন এই সমস্যায়। ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয়ে যায়। ফলে রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়।

এর ফলে এক জায়গায় বেশি তরল জমা হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়। পায়ের পাতায় চাপ পড়ার কারণে সেখানে আঙুলে রক্ত জমে অনেক সময় ফুলে ওঠে। এছাড়া গর্ভবতী নারীদের ক্ষেত্রে পায়ের পাতা ও আঙুলে তরল রস জমার প্রবণতা থাকে সে কারণেও ফুলে উঠতে পারে।


শীতে হাত-পা ফুলে যায় কেন? | ডা আবিদা সুলতানা

Why do hands and feet swell in winter? | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.