Header Ads

কোন চাল বেশি উপকারী, লাল, কালো, বাদামি না সাদা? | ডা আবিদা সুলতানা | Which rice is more beneficial, red, black, brown or white? | Dr. Abida Sultana

কোন চাল বেশি উপকারী, লাল, কালো, বাদামি না সাদা? | ডা আবিদা সুলতানা | Which rice is more beneficial, red, black, brown or white? | Dr. Abida Sultana

বাঙালির খাদ্যাভ্যাসে ভাতের ভূমিকা অপরিসীম। দিনের অন্য যে কোনও খাবারই খান না কেন, একবেলা ভাত না খেলে যেন অসম্পূর্ণ মনে হয়। কিন্তু কোন চাল বেশি স্বাস্থ্যকর? লাল, কালো, বাদামি নাকি সাদা? বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের চাল নিয়ে আগ্রহ বাড়ছে। চলুন দেখে নেওয়া যাক কোন চালের পুষ্টিগুণ কেমন।

কালো চাল

সম্প্রতি কালো চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। একে নিষিদ্ধ চালও বলা হয়, কারণ প্রাচীন চীনে এটি রাজপরিবারের জন্য সংরক্ষিত ছিল। এই চালে অ্যান্টি-অক্সিডেন্ট, বিশেষ করে অ্যানথোসায়ানিন প্রচুর পরিমাণে থাকে, যা ফ্রি র‍্যাডিক্যাল কমিয়ে অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে সহায়ক। এটি হৃদ্‌রোগ, ক্যানসার ও আলঝেইমারের ঝুঁকি কমাতে পারে। এক গবেষণায় দেখা গেছে, অ্যানথোসায়ানিন স্তন ক্যানসারের কোষ বৃদ্ধিও দমন করতে পারে।

বাদামি চাল

বাদামি চাল হোল গ্রেইন বা গোটা শস্যের চাল, যার বাইরের আবরণ শুধু আংশিক সরানো হয়। এতে ফ্ল্যাভোনয়েড অ্যান্টি-অক্সিডেন্ট যেমন অ্যাপিজেনিন, কোয়েরসেটিন ও লুটেওলিন থাকে, যা হৃদ্‌রোগ ও নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক।

বাদামি চালে ফাইবার ও প্রোটিনের পরিমাণ সাদা চালের তুলনায় বেশি, যা ক্ষুধা ও ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, সাদা চালের পরিবর্তে বাদামি চাল খেলে ওজন কমতে পারে। তবে এটি টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার ওপর তেমন প্রভাব ফেলে না।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

লাল চাল

লাল চালও পুষ্টিতে সমৃদ্ধ। এতে সাদা চালের তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে এবং এটি ফ্ল্যাভোনয়েড অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। কালো চালের তুলনায় লাল চালে ফ্রি র‍্যাডিক্যাল প্রতিরোধের ক্ষমতা বেশি। এটি প্রদাহ কমাতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদ্‌রোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সাদা চাল

সাদা চালের প্রক্রিয়াকরণের ফলে এতে থাকা হাস্ক, ব্র্যান ও জার্ম অপসারিত হয়, যা সংরক্ষণ সুবিধা বাড়ালেও অনেক পুষ্টি উপাদান নষ্ট করে। এতে ফাইবার, প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ কম। তবে কিছু সাদা চাল ভিটামিন বি ও আয়রন দিয়ে সমৃদ্ধ করা হয়, যা বাদামি চালের তুলনায় বেশি পুষ্টি সরবরাহ করতে পারে।

সাদা চালের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) বেশি, যার ফলে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তবে রান্নার পর ঠান্ডা করলে এতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়, যা রক্তে শর্করার ওপর প্রভাব কমাতে সাহায্য করে। এছাড়া সাদা চালে আর্সেনিকের পরিমাণ অন্যান্য চালের তুলনায় কম।


কোন চাল বেশি উপকারী, লাল, কালো, বাদামি না সাদা? | ডা আবিদা সুলতানা

Which rice is more beneficial, red, black, brown or white? | Dr. Abida Sultana



ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.