Header Ads

মধুর সঙ্গে কোন তেল মেশালে চুলের কোন সমস্যার সমাধান হবে | ডা আবিদা সুলতানা | Which oil mixed with honey will solve which hair problem? | Dr. Abida Sultana

মধুর সঙ্গে কোন তেল মেশালে চুলের কোন সমস্যার সমাধান হবে, ডা আবিদা সুলতানা, Which oil mixed with honey will solve which hair problem, Dr. Abida Sultana

যারা নিয়মিত বাইরে যান তারা নিশ্চয়ই জানেন ধুলাবালি ও দূষণের কারণে চুল কতটা রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। অতিরিক্ত দূষণ, খুশকি ও চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেই ভাবেন চুলের সৌন্দর্য ফেরাতে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হবে। কিন্তু জানেন কি কিছু সাধারণ ঘরোয়া উপকরণই চুলকে নরম, মসৃণ ও ঝলমলে করে তুলতে পারে? মধুর সঙ্গে কিছু নির্দিষ্ট তেল মিশিয়ে ব্যবহার করলে চুলের সৌন্দর্য ও উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব। কিভাবে জেনে নিন—

মধু ও নারকেল তেল

উপকরণ: ২ চা চামচ মধু ও ১ চা চামচ নারকেল তেল 

ব্যবহার: ২ টি উপকরণ একসাথে মিশিয়ে মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: মধুর মধ্যে থাকা ভিটামিন বি, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে। মধু ও নারকেল তেল চুল পড়া রোধ করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

মধু ও আমন্ড অয়েল

উপকরণ: ২ চা চামচ মধু ও ৩ চা চামচ আমন্ড অয়েল

ব্যবহার:  ২ টি উপকরণ একসাথে মিশিয়ে মিশ্রণটি সপ্তাহে ২-৩ দিন মাথার তালু ও চুলে ভালোভাবে মালিশ করুন।

উপকারিতা: মধু ও আমন্ড অয়েল চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়। রুক্ষ চুলকে মসৃণ ও ঝলমলে করে তোলে।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

মধু ও ক্যাস্টর অয়েল

উপকরণ: ২ চা চামচ মধু ও ১ চা চামচ ক্যাস্টর অয়েল

ব্যবহার: ২ টি উপকরণ একসাথে মিশিয়ে চুলে ভালোভাবে মালিশ করে ৩০ মিনিট অপেক্ষা করুন, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: চুলের যাবতীয় সমস্যা দূর করতে কার্যকর এ মধু ও ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলে থাকা ভিটামিন ই, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকের জন্য উপকারী।

মধু ও আরগান অয়েল

উপকরণ: ২ চা চামচ মধু ও ২ চা চামচ আরগান অয়েল

ব্যবহার: ১ টেবিল চামচ আরগান অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান এবং ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: চুল ভাঙা রোধ করে, চুলকে কোমল ও ঝলমলে করে।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

ভালো ফল পেতে মধু ও তেলের মিশ্রণ সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন ।

যেকোনো তেল ব্যবহারের আগে গরম করে নিলে এটি চুলের গভীরে ভালোভাবে প্রবেশ করতে পারে।

ভালো মানের মধু ও কোল্ড-প্রেসড তেল ব্যবহার করলে আরও বেশি উপকার পাবেন।



মধুর সঙ্গে কোন তেল মেশালে চুলের কোন সমস্যার সমাধান হবে | ডা আবিদা সুলতানা

Which oil mixed with honey will solve which hair problem? | Dr. Abida Sultana 


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.