Header Ads

শীতে শিশুর পানিশূন্যতা এড়াতে কী করবেন? | ডা আবিদা সুলতানা | What to do to avoid dehydration in children in winter? | Dr. Abida Sultana

শীতে শিশুর পানিশূন্যতা এড়াতে কী করবেন? | ডা আবিদা সুলতানা | What to do to avoid dehydration in children in winter? | Dr. Abida Sultana

শিশুকে পানি পান করানো বেশ মুশকিল। কারণ পানি পান করতে নারাজ কমবেশি সব শিশুই। এজন্য অভিভাবককে বিশেষ নজর রাখতে হয় শিশুকে পানি পান করার বিষয়ে।

আসলে ছোট হোক বা বড়, শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। আসলে শীতে বড়-ছোট সবারই পানির পিপাসা কম পায়। তবে শরীরে শক্তির মাত্রা, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে ও সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়।

শিশু বিশেষজ্ঞদের মতে, শীতকালে ডিহাইড্রেশন একটি সাধারণ উদ্বেগ। শীতের দিনগুলোতে প্রায়ই পানি পান করা উপেক্ষা করা হয়। শীতে ঠান্ডা বাতাস শুষ্ক ত্বক ও শ্বাসযন্ত্রের শুষ্কতার কারণ, যা ডিহাইড্রেশনকে আরও বাড়িয়ে তোলে। তাই অভিভাবকদেরই উচিত শিশুদের হাইড্রেটেড ও সুস্থ রাখার কিছু টিপস জেনে রাখা-

>> শিশুর খাদ্যতালিকায় কমলালেবু, শসা, তরমুজ ও টমেটোর মতো উচ্চ জলের উপাদানযুক্ত ফল ও শাকসবজি রাখুন। এগুলো তাদের হাইড্রেটেড রাখার জন্য দুর্দান্ত।

>> শিশুদের হাইড্রেট রাখতে স্যুপ পান করতে পারেন। বাড়িতে তৈরি সবজি বা মুরগির স্যুপ বেছে নিতে পারেন। এগুলো পুষ্টিকর ও হাইড্রেটিং উভয়ই নিশ্চিত করে।

>> শিশুদের জন্য স্ন্যাকস যেমন- দই, স্মুদি বা টাটকা ফলের রস থেকে তৈরি পপসিকলস হাইড্রেটিং ও মজাদার হতে পারে। এই বিকল্পগুলো হাইড্রেশনের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

>> চিনিযুক্ত সোডা বা ক্যাফেইনযুক্ত পানীয় ডিহাইড্রেশনে অবদান রাখতে পারে। নারকেল পানি বা চিনি ছাড়াই টাটকা ফলের রসের মতো প্রাকৃতিক হাইড্রেশন উৎসগুলো বেছে নিন।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

>> শিশুরা প্রায়ই সক্রিয় থাকে, এমনকি শীতকালেও। নিশ্চিত করুন যে তারা বাইরের কার্যকলাপ বা খেলাধুলার আগে বা চলাকালীন যেন হাইড্রেটেড থাকে।

>> গরম পানি, ভেষজ চা, বা মিশ্রিত ফলের রসের মতো পানীয় ঠান্ডা পানির চমৎকার বিকল্প। এই পানীয়গুলো কেবল হাইড্রেটই নয় বরং শিশুকে উষ্ণ রাখবে।

>> হাইড্রেটেড থাকা কেন অপরিহার্য সে সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া উচিত। এটি তাদের স্বেচ্ছায় পানি পান করতে অনুপ্রাণিত করতে পারে।

>> শিশুদের ডিহাইড্রেশনের সাধারণ লক্ষণ যেমন- শুষ্ক ঠোঁট, ক্লান্তি, বা প্রস্রাব হ্রাসের মতো সাধারণ লক্ষণে নজর রাখুন।


শীতে শিশুর পানিশূন্যতা এড়াতে কী করবেন? | ডা আবিদা সুলতানা

What to do to avoid dehydration in children in winter? | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.