কানে পোকা ঢুকলে দ্রুত করণীয় | ডা আবিদা সুলতানা | What to do if an insect enters your ear | Dr. Abida Sultana
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কান। তবে সামান্য অসাবধানতা কিংবা দুর্ঘটনাবশত শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গে নানা সমস্যা হতে পারে। যেমন, কানে পোকামাকড়, মশা-মাছি ইত্যাদি ঢুকে পড়ার ঘটনা যখন তখনই ঘটতে পারে।
অনেক সময় কাঠি দিয়ে কান পরিষ্কার করতে গেলে ভেতরে তা ভেঙে যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। তাই এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বড় কোনো সমস্যা হতে পারে।
এমন কোনো ঘটনা ঘটলেও কানে বেশি খোঁচাখুঁচি না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কানে কটনবাডের অংশ, দেশলাইয়ের কাঠি, পালক, ধান, ফলের বীজ, মুড়িজাতীয় কিছু ঢুকলে চিকিৎসকের কাছে যেতে দেরি হলেও অসুবিধা নেই। কিন্তু মশা-মাছি, তেলাপোকা, পিঁপড়ে বা অন্য কোনো জীব ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে গুরুতর সমস্যা হতে পারে।
চলুন জেনে নিই কানে হঠাৎ কোনো পোকা ঢুকে গেলে দ্রুত করণীয়—
# এক্ষেত্রে প্রথমেই কানের মধ্যে টর্চলাইট ফেলুন। এতে পোকা জীবন্ত থাকলে আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় বেরিয়ে আসতে পারে।
# পোকা ঢুকলেই সঙ্গে সঙ্গে অলিভ অয়েল কিংবা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিন। এতে পিঁপড়া বা পোকামাকড় মরে যাবে ও ব্যথা কমে যাবে। এরপর চিকিৎসকের কাছে যান।
# কানে জড় পদার্থ ঢুকলে সেটিকে বের করার জন্য খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ছিদ্র হতে পারে।
# বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কানে মশা-মাছি বা পোকা ঢুকলে এক হাত দিয়ে নাক চেপে ধরুন। আরেক হাত দিয়ে অন্য কান চেপে ধরুন। এতে ভেতরে থাকা পোকা বেরিয়ে আসে। তবে বেশিক্ষণ আবার নিঃশ্বাস বন্ধ করে রাখবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে।
কানে পোকা ঢুকলে দ্রুত করণীয় | ডা আবিদা সুলতানা
What to do if an insect enters your ear | Dr. Abida Sultana
কানে পোকা ঢুকলে দ্রুত করণীয় | ডা আবিদা সুলতানা
What to do if an insect enters your ear | Dr. Abida Sultana
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments