ঘাড়-কানে ব্যথা, কঠিন রোগের লক্ষণ নয় তো? | ডা আবিদা সুলতানা | Neck and ear pain, isn't it a sign of a serious illness? | Dr. Abida Sultana
শীত আসতেই ঘাড়ে-কানের ব্যথায় অনেকেই ভুগছেন। তবে দীর্ঘদিন ধরে এ ধরনের ব্যথা থাকলে সতর্ক হন এখনই। কারণ এটি হতে পারে কঠিন রোগের লক্ষণ। এই দুই লক্ষণসহ আরও কিছু লক্ষণ কিন্তু থাইরয়েডের ইঙ্গিত দেয়। বর্তমানে থাইরয়েড একটি খুব সাধারণ সমস্যা হয়ে উঠছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এটি শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরুষদের মধ্যেও এটি দ্রুত বাড়ছে।
থাইরয়েড কী?
থাইরয়েড একটি প্রজাপতি আকৃতির ছোট গ্রন্থ, যা ঘাড়ের সামনের দিকে শ্বাসনালির চারপাশে আবৃত থাকে। থাইরয়েডের অনেক উপসর্গের মধ্যে একটি হলো শরীর ব্যথা। বর্তমানে সারা বিশ্বের অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুক্তভুগী।
চিকিৎকরা বলছেন, আপনার শরীরে থাইরয়েড দেখা দিয়েছে কি না, এ বিষয়ে জানতে শারীরিক কিছু উপসর্গের দিকে একটু নজর রাখতে হবে। থাইরয়েড বড় হওয়ার কারণে শরীরের কোন কোন অংশে ব্যথা হতে পারে সে সম্পর্কে জেনে নিন-
ঘাড় ব্যথা
যখন থাইরয়েড বড় হয়, রোগী প্রায়ই ঘাড়ের চারপাশে তীব্র ব্যথা অনুভব করেন। সাধারণত থাইরয়েডের প্রাথমিক উপসর্গে এটিই। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথা আরও তীব্র হয়। যেহেতু থাইরয়েড গ্রন্থি ঘাড়ে থাকে, তাই অংশটিই সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এছাড়া অনেক রোগীর ঘাড় ফোলাও সমস্যাও দেখা যায়।
জয়েন্টে ব্যথা
থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গেলে মাঝে মধ্যে সাবএকিউট থাইরয়েডাইটিস নামে একটি রোগ দেখা দেয়। এই রোগের এক প্রধাণ লক্ষণ হলো জয়েন্টে প্রচন্ড ব্যথা। এ ধরনের পরিস্থিতিতে, আপনার হাঁটু সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। এতে কখনো কখনো আপনার উঠতে-বসতে অনেক অসুবিধা হয়।
পেশীর যন্ত্রণা
থাইরয়েড বড় হলে পেশী ব্যথা একটি সাধারণ উপসর্গ। এই ব্যথার সঙ্গে পেশী দুর্বলতা ও জয়েন্টে ব্যথাও হতে পারে। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে ও এসব লক্ষণ অনুভব করেন, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সময়মতো চিকিৎসার মাধ্যমে আপনি এর হাত থেকে রক্ষা পেতে পারেন।
পায়ে ব্যথা
এই সমস্যা হলে প্রায়ই পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করেন। যা এতটাই তীব্র হয় যে দাঁড়ানো বা হাঁটার মতো দৈনন্দিন কাজও কঠিন হয়ে পড়ে। এছাড়া অনেক রোগীর পায়ের তলায় জ্বালাপোড়াও করে।
কানে ব্যথা
থাইরয়েডের সমস্যা বাড়লে অনেক সময় রোগীরা কানে তীব্র ব্যথাও অনুভব করেন। এই ব্যথা প্রায়ই চোয়ালে ছড়িয়ে পড়ে, ফলে রোগীর অসহ্য ব্যথা হয়। তাই আপনার কান ও চোয়ালে একসঙ্গে ব্যথা হলে, দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাতে দ্রুত পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ।
ঘাড়-কানে ব্যথা, কঠিন রোগের লক্ষণ নয় তো? | ডা আবিদা সুলতানা
Neck and ear pain, isn't it a sign of a serious illness? | Dr. Abida Sultana
ঘাড়-কানে ব্যথা, কঠিন রোগের লক্ষণ নয় তো? | ডা আবিদা সুলতানা
Neck and ear pain, isn't it a sign of a serious illness? | Dr. Abida Sultana
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments