Header Ads

ফেলে দেওয়া চা পাতা কাজে লাগাবেন যেভাবে | ডা আবিদা সুলতানা | How to use discarded tea leaves | Dr. Abida Sultana

ফেলে দেওয়া চা পাতা কাজে লাগাবেন যেভাবে | ডা আবিদা সুলতানা | How to use discarded tea leaves | Dr. Abida Sultana

কম বেশি সবাই চা খেতে পছন্দ করি।  বিশেষ করে কাজের ফাঁকে এক কাপ চা না খেলে তো চলেই না অনেকের। চা খাওয়া হয়ে গেলে চায়ের পাতা ফেলে দিই আমরা।  তবে জানেন কি, ফেরে দেওয়া চায়ের পাতাও কাজ লাগানো যায়।

চায়ের পাতা ব্যবহার করে ঘরোয়াভাবে খুব সহজেই কিছু সমস্যার সমাধান করা যায়। অন্যদিকে আবার ফেলে দেওয়া চায়ের পাতা বাগানের গাছের সার তৈরির পাশাপাশি রূপচর্চায়ও কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

চলুন জেনে নেই ফেলে দেওয়া চা পাতার ছয়টি ব্যবহার— 

# চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে অনায়াসে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিন। সেরে যাবে ক্ষত।

# সারাদিন কম্পিউটারের সামনে থাকেন? সিদ্ধ হওয়া চা পাতা ভালো করে ঠান্ডা করে নিন। একটা পরিষ্কার কাপড়ে ব্যবহার হওয়া চা পাতা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন। চোখের ক্লান্তি দূর হবে। শান্তি পাবেন।

# ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানিতে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত তিনদিন করুন। দেখবেন ব্রণের সমস্যা কেটে যাবে।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

# বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত       মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

# গ্রিন টি-এর পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভিতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে।

# ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজে মধ্যে রাখুন। দেখবেন ফ্রিজ ফ্রেশ থাকবে এবং সুগন্ধ বের হবে।



ফেলে দেওয়া চা পাতা কাজে লাগাবেন যেভাবে | ডা আবিদা সুলতানা

How to use discarded tea leaves | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.