কাছের মানুষের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন যেভাবে | ডা আবিদা সুলতানা | How to take care of the mental health of your loved ones | Dr. Abida Sultana
আগে খুব ভালো লাগত এমন বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা।
ঘুমের সমস্যা—হয় একেবারে ঘুম আসে না, নয়তো সারাদিন ঘুমিয়ে কাটানো বা ঝিমুনি।
হঠাৎ ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়া।
নিজেকে মূল্যহীন মনে হওয়া।
আত্মহত্যা বা নিজের ক্ষতি করার কথা ভাবা।
আপাতদৃষ্টিতে ছোট বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হওয়া।
হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, বা শ্বাসকষ্ট হওয়া। ডাক্তারি ভাষায় একে • প্যানিক অ্যাটাক বলা হয়ে থাকে।
কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া।
সব সময় এক ধরনের অস্বস্তি ও ভয় কাজ করা।
অতীতের কোনো দুঃসহ স্মৃতি বারবার মনে আসা বা দুঃস্বপ্ন দেখা।
সেই ঘটনার কথা মনে হলেই ভয় বা আতঙ্কে কেঁপে ওঠা।
মানসিক আঘাতের কথা এড়িয়ে চলা বা কোনো কিছুতে অনুভূতিহীন হয়ে যাওয়া।
কাজে বা পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হলে।
ব্যক্তিগত সম্পর্কগুলোর ওপর প্রভাব পড়লে।
শারীরিক সমস্যা যেমন মাথাব্যথা, পেটে ব্যথা ইত্যাদি ঘন ঘন দিনের সময় কেড়ে নিতে থাকলে।
আত্মহত্যার চিন্তা বা আত্মঘাতী আচরণ দেখা দিলে অবশ্যই দ্রুত সাহায্য নিতে হবে।
ক্রমাগত উদ্বেগ উচ্চ রক্তচাপ ও হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এমনি হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে।
পিটিএসডি এটি ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত জীবন ধ্বংস করতে পারে এবং দীর্ঘমেয়াদে অন্যান্য মানসিক রোগের কারণ হতে পারে।
শুনুন: তার কথা মনোযোগ দিয়ে শুনুন। বিচার বা সমালোচনা না করে সহানুভূতিশীল হোন। হতে পারে তার কথা আপনার কাছে অযৌক্তিক লাগছে, কিন্তু মনে রাখবেন- অনুভূতির কোন সত্য মিথ্যা হয় না। তাই একমত না হলেও সংকটাপন্ন ব্যক্তির অনুভূতিকে সম্মান করুন।
উৎসাহ দিন: হতাশা বা উদ্বেগ জীবনের ওপর আধিপত্য নিতে শুরু করার আগেই চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত করুন। মানসিক সমস্যা নিয়ে লজ্জা নেই, এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা মাত্র, এই বিষয়টি বারবার মনে করিয়ে দিন।
পাশে থাকুন: তাকে একা বোধ না করতে সাহায্য করুন। আপনার উপস্থিতিই তার জন্য বড় সমর্থন হতে পারে।
মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলা আজও আমাদের সমাজে কঠিন হলেও এই নীরব সংকট মোকাবিলা করার সময় এসেছে। বারবার এ বিষয়ে আলোচনা করা মানুষকে অবগত করার মধ্য দিয়েই সবার জন্য স্বস্তিকর একটি পৃথিবী লাভ করা সম্ভব। মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের মৌলিক প্রয়োজন।
কাছের মানুষের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন যেভাবে | ডা আবিদা সুলতানা
How to take care of the mental health of your loved ones | Dr. Abida Sultana
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments