Header Ads

ওজন কমানোর ইনজেকশন কতটা নিরাপদ | ডা আবিদা সুলতানা | How safe are weight loss injections | Dr. Abida Sultana

ওজন কমানোর ইনজেকশন কতটা নিরাপদ | ডা আবিদা সুলতানা | How safe are weight loss injections | Dr. Abida Sultana

বর্তমানে ওজন কমানোর জন্য অনেকেই ইনজেকশনের সাহায্য নিচ্ছেন। বিশেষ করে ‘ওজন কমানোর ইনজেকশন’ নামে পরিচিত কিছু ওষুধ সম্প্রতি জনপ্রিয়তা পেয়েছে। তবে এই ইনজেকশন কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞদের মধ্যে।

কি এই ওজন কমানোর ইনজেকশন?

ওজন কমানোর ইনজেকশন মূলত এমন কিছু ওষুধ যা ইনসুলিনের মতো কাজ করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এগুলোর মধ্যে অন্যতম হলো সেমাগ্লুটাইড ও লিরাগ্লুটাইড, যা মূলত টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হতো। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এগুলো ওজন কমাতেও কার্যকর।

নিরাপত্তা ও পার্শ্বপ্রতিক্রিয়া

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ইনজেকশন ব্যবহারের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে:

বমি বমি ভাব

মাথা ঘোরা

পেটের সমস্যা

কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া

কিছু ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা

বিশেষজ্ঞদের মতামত

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

ডাক্তাররা বলছেন, এই ইনজেকশন ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে যাদের ডায়াবেটিস, থাইরয়েড বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের জন্য এটি বিপদজনক হতে পারে। এছাড়া, দীর্ঘদিন এই ইনজেকশন ব্যবহার করলে শরীর এর প্রতি নির্ভরশীল হয়ে পড়তে পারে।

প্রাকৃতিকভাবে ওজন কমানোর বিকল্প

ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম সবচেয়ে কার্যকর উপায়।

প্রাকৃতিকভাবে ওজন কমাতে যা করা যেতে পারে:

পর্যাপ্ত পরিমাণ পানি পান করা

চিনি ও প্রসেসড ফুড পরিহার করা

নিয়মিত ব্যায়াম করা

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা

ওজন কমাতে ইনজেকশন ব্যবহার কিছু ক্ষেত্রে কার্যকর হলেও এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। পার্শ্বপ্রতিক্রিয়া ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি ব্যবহার করা উচিত। নিরাপদ ও স্বাস্থ্যকর ওজন কমানোর জন্য সুষম খাদ্যাভ্যাস ও ব্যায়ামের বিকল্প নেই।


ওজন কমানোর ইনজেকশন কতটা নিরাপদ | ডা আবিদা সুলতানা

How safe are weight loss injections | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.