Header Ads

প্রায়ই পেটব্যথা করে, ক্যানসারের লক্ষণ নয় তো? | ডা আবিদা সুলতানা | Frequent stomach aches, isn't that a sign of cancer? | Dr. Abida Sultana

প্রায়ই পেটব্যথা করে, ক্যানসারের লক্ষণ নয় তো? | ডা আবিদা সুলতানা | Frequent stomach aches, isn't that a sign of cancer? | Dr. Abida Sultana

বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে। ভুল খাবার খাওয়ার কারণে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হলেও পেটে ব্যথা হওয়া স্বাভাবিক। তবে বেশিরভাগ মানুষই পেটে ব্যথা হলে ভেবে নেন গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। এজন্য গ্যাস্ট্রিকের ওষুধ খান। এভাবেই পেটে ব্যথার সমস্যা অবহেলা করেন কমবেশি সবাই। জানলে অবাক হবেন, প্রায়ই পেটে ব্যথা হওয়ার সমস্যা কিন্তু গুরুতর রোগ অর্থাৎ ক্যানসারেরও ইঙ্গিত দেয়।

বিভিন্ন ধরনের ক্যানসারের পাশাপাশি বর্তমানে অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ছে। পরিসংখ্যান জানাচ্ছে, অন্যান্য ক্যানসারের তুলনায় অগ্ন্যাশয়ের ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ। চিকিৎসকদের মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার হলে সহজে তা ধরা যায় না। ফলে দ্রুত এই রোগ নির্ণয় করা যায় না। যখন ধরা পড়ে, তখন শরীরে অনেকটাই ছড়িয়ে যায় ক্যানসার।

ন্যাশনাল হেলথ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ধূমপানের অত্যধিক প্রবণতা পেটের ক্যানসার ডেকে আনে। তবে যে কারণেই হোক, সতর্ক থাকতে এই ক্যানসারের লক্ষণগুলো জেনে নেওয়া জরুরি। তা হলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ কী কী?

তীব্র পেটে যন্ত্রণা

যেসব রোগীর এই ক্যানসার ধরা পড়ে, তাদের বেশিরভাগই চিকিৎসকের কাছে যান পেটে ব্যথার সমস্যা নিয়ে। তীব্র পেটের যন্ত্রণা এই ক্যানসারের অন্যতম উপসর্গ। কিছু খাওয়ার পর বা শুয়ে থাকা অবস্থায় এই যন্ত্রণা আরও অসহনীয় হয়ে ওঠে। অনেকের ক্ষেত্রে যন্ত্রণা পেট থেকে পিঠের দিকেও ছড়িয়ে পড়ে।

জন্ডিস

ঘন ঘন জন্ডিস হওয়াও কিন্তু এই ক্যানসারে প্রাথমিক লক্ষণ হতে পারে। বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হওয়া, দীর্ঘদিনব্যাপী জ্বর, ক্লান্তিবোধও অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে।

বদহজম

খাওয়া-দাওয়ায় একটু অনিয়ম হলেই বদহজমের সমস্যা হওয়া খুবই সাধারণ। তবে এই সমস্যা সাময়িক। যদি দেখেন, ওষুধ খাওয়ার পরেও মাঝে মাঝেই এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে, তাহলে তা উদ্বেগের বিষয়।

বদহজমও কিন্তু অগ্ন্যাশয় ক্যানসারের প্রাথমিক লক্ষণ। এই প্রকার ক্যানসারের রোগীদের বদহজমের সঙ্গে সঙ্গে খাওয়ায় অরুচি, সারাক্ষণ বমি বমি ভাবের মতো সমস্যা হতে পারে।

মলের রঙে পরিবর্তন

এছাড়া মলের রঙে পরিবর্তন দেখলে ও অস্বাভাবিক হারে ওজন কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক অবস্থায় এই ক্যানসার শনাক্ত হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।


প্রায়ই পেটব্যথা করে, ক্যানসারের লক্ষণ নয় তো? | ডা আবিদা সুলতানা

Frequent stomach aches, isn't that a sign of cancer? | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.