Header Ads

ত্বক উজ্জ্বল করতে ও মেদ কমাতে পান করুন ম্যাজিক্যাল স্মুদি | ডা আবিদা সুলতানা | Drink this magical smoothie to brighten your skin and reduce fat | Dr. Abida Sultana

ত্বক উজ্জ্বল করতে ও মেদ কমাতে পান করুন ম্যাজিক্যাল স্মুদি, ডা আবিদা সুলতানা, Drink this magical smoothie to brighten your skin and reduce fat, Dr. Abi

ফিট ও স্লিম থাকার জন্য আমরা কত কিছুই না চেষ্টা করি। স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর জার্নিতে হেলদি স্মুদি দারুণ সহায়ক। এটি শুধু মেদ কমাতে সাহায্য করে না, বরং ত্বককেও করে উজ্জ্বল ও সতেজ। আজ জানবো এমন এক ম্যাজিক্যাল স্মুদির রেসিপি, যা ঘরেই সহজে তৈরি করতে পারবেন কম খরচে।

প্রথমে জেনে নেওয়া যাক প্রয়োজনীয় উপকরণ—

বিটরুট – ১টি

গাজর – ১টি

আপেল – ১টি

শসা – ১টি

লেবুর রস – সামান্য

প্রস্তুত প্রণালি

বিটরুট, গাজর, আপেল ও শসা ছোট ছোট টুকরো করে কেটে নিন।

সব উপকরণ এক কাপ পানিসহ ব্লেন্ডারে দিন এবং ভালোভাবে ব্লেন্ড করুন।

এরপর সামান্য লেবুর রস মিশিয়ে দিন।

হয়ে গেলো স্বাস্থ্যকর ও সুস্বাদু স্মুদি।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

উপকারিতা

বিটরুট: আয়রন ও ভিটামিনসমৃদ্ধ। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-এজিং প্রোপার্টিজ, যা ত্বক উজ্জ্বল করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক।

গাজর: ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা ত্বকের কোলাজেন বৃদ্ধি করে এবং স্কিনকে গ্লোয়িং করে তোলে।

আপেল: এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন আছে, যা ত্বকের টেক্সচার উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শসা: উচ্চমাত্রার পানি ও ফাইবার থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে এবং ত্বক আর্দ্র রাখে।

লেবু: ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও হজম শক্তি উন্নত করতে সহায়ক।

টিপস

স্মুদির পুষ্টিগুণ বাড়াতে চাইলে চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস যোগ করতে পারেন।

গরমের দিনে ঠান্ডা পরিবেশনের জন্য আইস কিউব ব্যবহার করুন।

স্বাদ বাড়াতে চাইলে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন।

উজ্জ্বল ত্বক পেতে ও মেদহীন থাকতে এই স্মুদি নিয়মিত ডায়েটে রাখুন। পাশাপাশি প্রচুর পানি পান করুন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ও নিয়মিত ব্যায়াম করুন। কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।


ত্বক উজ্জ্বল করতে ও মেদ কমাতে পান করুন ম্যাজিক্যাল স্মুদি | ডা আবিদা সুলতানা

Drink this magical smoothie to brighten your skin and reduce fat | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.