Header Ads

শীতে নিরাপদে মোটরসাইকেল চালাতে প্রয়োজনীয় পোশাক ও গিয়ার | ডা আবিদা সুলতানা | Clothing and gear needed to ride a motorcycle safely in winter | Dr. Abida Sultana

শীতে নিরাপদে মোটরসাইকেল চালাতে প্রয়োজনীয় পোশাক ও গিয়ার, ডা আবিদা সুলতানা, Clothing and gear needed to ride a motorcycle safely in winter, Dr. Abida Su

শীতকালে মোটরসাইকেল চালানো বেশ চ্যালেঞ্জিং। কুয়াশায় দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যাওয়া, শিশির পড়ে রাস্তা পিচ্ছিল হওয়া, ঠান্ডা বাতাসের তীব্রতা ইত্যাদি বিষয় এড়াতে মোটরসাইকেল চালকদের বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। তাই নিরাপদ ও আরামদায়ক রাইডিংয়ের জন্য উপযুক্ত পোশাক ও সেফটি গিয়ার নির্বাচন করা অত্যন্ত জরুরি। এসব পোশাক ও গিয়ার রাইডারের শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমাতেও সাহায্য করে।

শীতকালে নিরাপদ বাইক রাইডিংয়ে প্রয়োজনীয় গিয়ার ও পোশাকের তালিকা নিচে দেওয়া হলো—

থার্মাল বেস লেয়ার

থার্মাল বেস লেয়ার স্কিন-টাইট একটি পোশাক, যা শরীরে তাপ ধরে রাখতে সাহায্য করে এবং আর্দ্রতা দূর করে। মেরিনো উল বা পলিয়েস্টার উপাদান দিয়ে তৈরি এ পোশাক ঠান্ডার বিরুদ্ধে প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে।

মোটরবাইক জ্যাকেট

হিটেড রাইডিং জ্যাকেট বা ইনসুলেটেড জ্যাকেট ঠান্ডা বাতাস প্রতিরোধে কার্যকর। এতে ডাউন বা সিনথেটিক ইনসুলেশন থাকে, যা শরীরের উষ্ণতা ধরে রাখে। অধিকাংশ জ্যাকেট বায়ুরোধী ও পানি-প্রতিরোধী হয়।

পানিরোধী রাইডিং প্যান্ট

এই প্যান্টগুলো ঠান্ডা ও আর্দ্রতা প্রতিরোধে কার্যকর। ভেড়ার লোম বা বিশেষ তাপীয় স্তর সংযুক্ত প্যান্ট শীতকালে রাইডারের জন্য আরামদায়ক।

মোটা গ্লাভস

ভালো মানের গ্লাভস চালকের হাতকে উষ্ণ রাখে ও গ্রিপ ধরে রাখতে সাহায্য করে। চামড়া বা সংকর উপকরণ দিয়ে তৈরি গ্লাভস দীর্ঘস্থায়ী ও বায়ুরোধী।

তাপ সঞ্চালক গ্রিপ ও সিট কভার

হিটেড গ্রিপ হাতের স্বাভাবিক উষ্ণতা ধরে রাখে, আর তাপ সঞ্চালনকারী সিট কভার দীর্ঘ রাইডে আরামদায়ক অভিজ্ঞতা দেয়।

কুয়াশারোধী ভিসরসহ ফুল-ফেস হেলমেট

ফুল-ফেস হেলমেট মাথা, মুখ ও ঘাড়কে ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। অ্যান্টি-ফগ ভিসর ঘন কুয়াশায় দৃষ্টিসীমা পরিষ্কার রাখে।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

মাংকি টুপি বা বালাক্লাভা

এই টুপি ঘাড় ও মুখকে শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করে এবং জ্যাকেটের সঙ্গে ফিট হয়ে বাতাস প্রবেশ করতে বাধা দেয়।

সহজে দৃষ্টিগোচর হওয়া পোশাক

রিফ্লেক্টিভ ভেস্ট বা উজ্জ্বল রঙের জ্যাকেট রাতের বেলায় বা ঘন কুয়াশায় রাইডারকে দৃশ্যমান করে, যা দুর্ঘটনার ঝুঁকি কমায়।

পানিরোধী বুট

তাপীয় স্তরযুক্ত পানিরোধী বুট পা শুষ্ক ও উষ্ণ রাখে এবং বরফ বা ভেজা রাস্তায় সুরক্ষা দেয়।

অত্যাধুনিক নিরাপত্তা গ্যাজেট

নিরাপত্তা গ্যাজেট যেমন টায়ার প্রেশার মনিটর, হিটেড ভিসর, জিপিএস ডিভাইস প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ রাইডিং নিশ্চিত করতে সাহায্য করে।

শীতে মোটরসাইকেল চালনার জন্য সঠিক পোশাক ও সেফটি গিয়ার বেছে নেওয়া নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আরামদায়ক অভিজ্ঞতা দেয়। থার্মাল বেস লেয়ার, ইনসুলেটেড জ্যাকেট, ওয়াটারপ্রুফ রাইডিং প্যান্ট, হিটেড গ্রিপ, বালাক্লাভা, গ্লাভস, অ্যান্টি-ফগ ভিসরসহ হেলমেট এবং নিরাপত্তা গ্যাজেট সঠিকভাবে ব্যবহার করলে শীতকালীন রাইডিং হবে নিরাপদ ও আনন্দদায়ক।


শীতে নিরাপদে মোটরসাইকেল চালাতে প্রয়োজনীয় পোশাক ও গিয়ার | ডা আবিদা সুলতানা

Clothing and gear needed to ride a motorcycle safely in winter | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.