যেসব লক্ষণে বুঝবেন জরায়ুতে টিউমার আছে কি না | ডা আবিদা সুলতানা | Signs that will tell you if you have a tumor in the uterus | Dr. Abida Sultana
স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ী মাসিক বা সাতদিনের বেশি, সঙ্গে তলপেটে যন্ত্রণা
তলপেটে ফোলা অনুভূতি
কোমর ব্যথা বা কোমর, তলপেট সংলগ্ন (পেলভিক এরিয়া) স্থানে চাপবোধ
কোষ্ঠকাঠিন্য
ঘনঘন প্রস্রাব করার ইচ্ছা
গর্ভধারণে অক্ষমতা বা বন্ধ্যত্ব
অতিরিক্ত রক্তস্রাবের জন্য রক্তাল্পতা বা অ্যানিমিয়া এবং তৎজনিত শারীরিক সমস্যা যেমন অতিরিক্ত দুর্বলতা, ঝিমুনি, সিঁড়ি ভাঙতে কষ্ট ইত্যাদি
এই সমস্ত লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে রোগের কারণ নির্ণয় করা খুবই জরুরি। যারা রক্তাল্পতায় ভোগেন তাদের চিকিৎসার সঙ্গে সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার যেমন– কাঁচাকলা, থোড়, পালংশাক, মোচা, ডিম, মাংস, মাংসের মেটে, ছোলা, ছোলার ছাতু, খেজুর, আখের গুড়, প্রভৃতি খাওয়া আবশ্যক। রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তাল্পতার পরিমাপ করাও প্রয়োজন।
যেসব লক্ষণে বুঝবেন জরায়ুতে টিউমার আছে কি না | ডা আবিদা সুলতানা
Signs that will tell you if you have a tumor in the uterus | Dr. Abida Sultana
ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি ও মানসিক স্বাস্থ্য
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments