Header Ads

শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে | ডা আবিদা সুলতানা | How to take care of your child's fever and cold | Dr. Abida Sultana

শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে, ডা আবিদা সুলতানা, How to take care of your child's fever and cold, Dr. Abida Sultana

আবহাওয়ার এই পরিবর্তনের সময় শিশুদের শরীরের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। স্যাঁতস্যাঁতে এই আবহাওয়ার প্রভাবে তো জ্বর, সর্দি, কাশি শুরু হতে পারে। খেয়াল রাখবেন, তা যেন আবার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের পর্যায়ে না চলে যায়। কীভাবে বুঝবেন শিশু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে ভুগছে। জেনে নিন উপসর্গগুলো।

কয়েকটি উপসর্গ রয়েছে যেমন

৩ দিনের বেশি জ্বর থাকা

নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকা

গলায় ব্যথা হওয়া

সারা শরীরে ব্যথা-বেদনা

বমি বমি ভাব থাকা

পাতলা পায়খানা

দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়া

এমন উপসর্গ হলে ঘাবড়ে যাবেন না। শিশুকে বাড়িতে রেখেই যত্ন করুন। কীভাবে তা করবেন

শিশুকে বেশি পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে।

ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমলে গা মুছে দিতে হবে।

শিশুর জ্বর, খাওয়ার পরিমাণ, প্রস্রাবের পরিমাণের কমছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রয়োজনে বাসক এবং তুলসী পাতার রস খাওয়াতে পারেন।

এখানে জানিয়ে রাখা প্রয়োজন, তিনদিনের বেশি জ্বর, শিশুদের প্রস্রাব কমে যাওয়া, সারাক্ষণ ঝিমুনি, স্বাভাবিকের থেকে দ্রুত শ্বাস নিলে অবশ্যই শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

শিশু যাতে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে না ভোগে, তার জন্য আগাম সতর্কতা কীভাবে নেবেন

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। শিশুকেও তা শেখাতে হবে

বাইরে থেকে এসে তাড়াতাড়ি জামাকাপড় বদলে নিতে হবে

ভিড় থেকে শিশুকে দূরে রাখতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।

হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে

শিশুকে বারবার হালকা গরম পানীয় পান করাতে হবে


শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে | ডা আবিদা সুলতানা

How to take care of your child's fever and cold | Dr. Abida Sultana


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.