Header Ads

পাকা পেঁপের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ | ডা আবিদা সুলতানা | Eating food with ripe papaya can be dangerous | Dr. Abida Sultana

পাকা পেঁপের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ, ডা আবিদা সুলতানা, Eating food with ripe papaya can be dangerous, Dr Abida Sultana, health, fitness, hea

ত্বকের জেল্লা বাড়াতে পেঁপের জুড়ি নেই। হজমের গোলমাল কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পেঁপে। এছাড়া শরীরকে টক্সিনমুক্ত রাখতেও সাহায্য করে। তবে পেঁপের সঙ্গে কিছু খাবার খেলে উপকার তো হবেই না, বরং বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেখা যাক এ বিষয়ে কি পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। চলুন জেনে নেওয়া যাক।


পেঁপে ও চা-কফি

পেঁপের মধ্যে রয়েছে ‘প্যাপেইন’ এবং চা, কফির মধ্যে ‘ক্যাফিন’। এই দুটি উপাদান একসঙ্গে শরীরে নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে।

যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য এই দুই খাবারের যোগ বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেঁপে ও চা-কফি একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।

 

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

পেঁপে ও প্রোটিন

প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রোটিনের অভাবে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

কিন্তু পেঁপের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া ঠিক হবে না। এতে পেটের গোলমাল দেখা দিতে পারে। পাকা পেঁপের সঙ্গে মাংস, ডিম-এ ধরনের খাবার খাবেন না। এমনকি একই দিনে এসব খাবার একসঙ্গে না খাওয়াই ভালো।


পেঁপে ও লেবু

সাইট্রাস জাতীয় ফলের মধ্যে লেবু আমাদের প্রতিদিনের খাবারে প্রায়ই থাকে।

পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাওয়া ঠিক হবে না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হতে পারে।


পেঁপে ও দুগ্ধজাতীয় খাবার

দুধ বা দুগ্ধজাতীয় খাবার শরীরের জন্য খুবই উপকারী, তবে পেঁপের সঙ্গে একেবারেই নয়। দুগ্ধজাত যে কোনো খাবারই পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেছেন পুষ্টিবিদরা। পেঁপের সঙ্গে যদি ক্রিম, চিজের মতো উচ্চমাত্রার ফ্যাট যুক্ত খাবার খান তাহলে হজমে সমস্যা হবে। পেট ভার, পেট ফাঁপা হতে পারে।


পাকা পেঁপের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ | ডা আবিদা সুলতানা
Eating food with ripe papaya can be dangerous | Dr. Abida Sultana

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 


No comments

Powered by Blogger.