Header Ads

ভুলেও সন্তানকে যে ৭ জিনিস কিনে দেবেন না | ডা আবিদা সুলতানা | Don't forget to buy your child the 7 things | Dr. Abida Sultana

ভুলেও সন্তানকে যে ৭ জিনিস কিনে দেবেন না, ডা আবিদা সুলতানা, Don't forget to buy your child the 7 things, Dr Abida Sultana,

শিশুদের অবুঝ বায়না, আবদার বা জেদের মুখোমুখি পড়তে হয় কমবেশি সব অভিভাবককেই। তার মোকাবেলাও করার চেষ্টা করেন তারা নিজেদের মতো করে। শিশুকে শান্ত রাখতে তার মনমতো জিনিসও কিনে দিতে শুরু করেন। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। আসলে বায়না বা আবদার একই রকম শোনালেও তার অর্থ আলাদা। কোনও কিছু কিনে দিতেই হবে— এই মনোভাব থেকে বাচ্চা বায়না জোড়ে। 


আর বায়না পরিণত হয় জেদে। চিৎকার, কান্নাকাটির মাধ্যমে নিজেদের রাগ ও চাহিদা প্রকাশ করতে থাকে। তাই শিশুকে কিছু কিনে দেওয়ার আগে ভালো করে বিবেচনা করে নিন। আর এমন কিছু জিনিস আছে যা কখনওই শিশুকে দেওয়া উচিত নয় বা সেসব জিনিসের প্রলোভন দেখানোও ঠিক নয়। সেগুলো কী কী জেনে রাখুন।


১. সস্তার প্লাস্টিকের খেলনা কখনোই শিশুকে কিনে দেবেন না। গবেষণা বলছে, প্লাস্টিকের খেলনায় অ্যান্টিমনি, বেরিয়াম, ব্রোমিন, ক্যাডমিয়াম, সিসার, সেলেনিয়ামসহ বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক উপাদান থাকে, যা শিশুর শরীরে দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে। খেলনা হাতে পাওয়া মাত্রই তা মুখে দেয় অনেক শিশুই। খেলনায় থাকা ক্ষতিকর রাসায়নিক তখন লালার মাধ্যমে শরীরে প্রবেশ করে।


২. গ্যাজেট বা বৈদ্যুতিক ডিভাইস ভুলেও দেবেন না। এমনিতেও এখনকার শিশুদের মোবাইল দেখার প্রবণতা অনেক বেশি। মনমতো বৈদ্যুতিক ডিভাইস পেলে সারাদিন সেটি নিয়েই থাকবে শিশু। ফলে চোখের বারোটা তো বাজবেই, ঘুমের সমস্যাও শুরু হবে। ছোট থেকেই মনঃসংযোগের অভাব দেখা দেবে।


ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

৩. কস্টিউম জুয়েলারি শিশুদের জন্য ঠিক নয়। মা বা বাড়ির বড়দের দেখে অনেক শিশুই কস্টিউম জুয়েলারি পরার বায়না করে। এই ধরনের গয়না শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাছাড়া এই ধরনের ধাতুতে থাকা ক্যাডমিয়াম ও লেড শিশুর স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক।


৪. চিপ্‌স, চকলেট, নরম পানীয় বা বেশি চিনি দেওয়া খাবার কখনওই শিশুকে দেবেন না। যতই বায়না করুক, ঘরের হালকা খাবারই খাওয়াতে হবে। না হলে ছোট থেকেই ডায়াবেটিস বাসা বাঁধবে শরীরে। ওজনও অস্বাভাবিক হারে বাড়তে থাকবে।


৫. সন্তানের মন ভুলিয়ে রাখতে ভিডিও গেম কিনে দেন অনেক অভিভাবকেরাই। ওই ধরনের ভিডিও গেমে কী কনটেন্ট রয়েছে, এডাল্ট কোনও বিষয় রয়েছে কি না তা আগে যাচাই করে নেওয়া জরুরি। তার চেয়ে বরং বিভিন্ন ব্রেন গেম কিনে দিন, বিভিন্ন বাদ্যযন্ত্রের চর্চা করাও ভালো। এতে বুদ্ধিও বাড়ে, মনও ভালো থাকে।


৬. এমন কোনও পোশাক কিনে দেবেন না, যা শিশুর জন্য আরামদায়ক নয়। দেখতে ভালো বলেই সিন্থেটিক বা জর্জেটের পোশাক পরালে শিশুর ত্বকে অ্যালার্জি হতে পারে। হালকা নরম সুতির পোশাকই কিনে দেবেন শিশুকে।


৭. খুব দামি উপহার, মূল্যবান কিছু ছোট থেকে না দেওয়াই উচিত। এতে শিশুর চাহিদা বেড়েই চলবে। টাকা-পয়সার মূল্য বুঝতে পারবে না।


ভুলেও সন্তানকে যে ৭ জিনিস কিনে দেবেন না | ডা আবিদা সুলতানা

Don't forget to buy your child the 7 things | Dr. Abida Sultana

No comments

Powered by Blogger.