Header Ads

১০টি কৌশলে হয়ে ওঠো ব্যক্তিত্ববান মানুষ | ডা আবিদা সুলতানা | Become a personable person in 10 strategies | Dr. Abida Sultana

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

একজন ব্যক্তিত্ববান মানুষকে সবাই পছন্দ করে। তুমি কতটুকু ব্যক্তিবান তা প্রকাশ পাবে তোমার আচরণের মাধ্যমে। শুধু তাই নয়, আচরণ তোমার বৈশিষ্ট্যের প্রকাশক। তুমি কেমন মনের অধিকারী সেটিও বোঝা যাবে তোমার আচরণের মাধ্যমে। একজন রুঢ়, উদ্ধত বা বোরিং মানুষকে কেউ পছন্দ করে না। আবার অতিরিক্ত কথা বলা মানুষকেও গুরুত্বহীন মনে করে। আসলে ব্যক্তিত্ব বলতে আমরা কী বুঝি?

ব্যক্তিত্ব হলো এমন এক বৈশিষ্ট্য যা একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তুলে। আমরা যখন কোনো মানুষকে ব্যক্তিত্ববান বলি, তার অর্থ হলো সে পছন্দনীয়, ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক। যা অন্য মানুষ থেকে তাকে আলাদা করে তুলেছে। এই ধরণের মানুষকে অধিকাংশ মানুষ পছন্দ করে। তুমি চাইলে তুমিও হয়ে উঠতে পারো একজন ব্যক্তিত্ববান মানুষ। এর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। 

 

১। ভালো শ্রোতা

খুব মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে হবে। অন্যকে গুরুত্ব দিতে হবে। একজন ব্যক্তিত্ববান মানুষ অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে। অন্যরা কী বলতে চায় তা শোনো এবং বোঝার চেষ্টা করো। কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলো। তাকে গুরুত্ব দেও।

 

২।  ইতিবাচক থাকো      

যে কোন পরিস্থিতিতে আশাবাদী থাকো। সমস্যা থাকলে তার সমাধান থাকবে, হতাশ না হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করো। কর্মক্ষেত্রে যখন যে কাজ করবে তা মনোযোগ সহকারে করো। সহকর্মীদের সাথে ইতিবাচক কথা বলো। তাদেরকে উৎসাহ দেও।

 

৩। পড়ো, পড়ো এবং পড়ো

জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য পড়ার কোনো বিকল্প নেই। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে পড়ালেখা করো। এতে তোমার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। মনে রাখবেসবাই এমন মানুষকে পছন্দ করে যার কাছ থেকে সে নতুন কিছু শিখতে পারবে। এটি তোমার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে।

 

৪। নিজস্ব চিন্তা ভাবনা

নিজের একটি সুন্দর পৃথক ব্যক্তিত্ব তুলে ধরার চেষ্টা করো। কারো অনুকরণ করে নয়, বরং সবাই যেন তোমাকে অনুসরণ করতে চায় সেভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে নিজের মধ্যে ভাল কিছু গুণ তৈরি করো।   

 

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

৫। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো

জীবনে চলার পথে কত ধরনের নেগেটিভ চিন্তা যেন তোমার মনের মাঝে না আসে। কিন্তু তাই বলে হতাশ হলে চলবে না। মনের মাঝে নেতিবাচক চিন্তাকে জায়গা না দিয়ে আত্মবিশ্বাসী হও। নিজেকে জানার চেষ্টা করো। তুমি অবশ্যই পারবে, মনের মাঝে এমন বিশ্বাস সৃষ্টি করো। তাহলে দেখবে জীবন আর ব্যক্তিত্ব উভয়ই উজ্জ্বল হয়ে উঠবে।

 

৬। অন্যকে সাহায্য করো

অন্যকে সাহায্য করার মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করো। এটি তোমার ব্যক্তিত্বে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি অন্যদের কাছে তোমাকে গুরুত্বপূর্ণ করে তুলবে।

 

৭। মজা করো

যে ব্যক্তি হাসাতে পারে তাকে সবাই পছন্দ করে। হাসি মানুষকে কষ্ট ভুলিয়ে দেয়। নিজের ব্যক্তিত্বে কিছুটা কৌতুক যোগ করো। একটু মজা তোমার ব্যক্তিত্ব হানি করবে না বরং তা তোমাকে আরো বেশি ব্যক্তিত্ববান করে তুলবে।

 

৮। প্রশংসা করো

প্রশংসা সব মানুষ পছন্দ করে। অন্যের ভালো কাজের জন্য প্রশংসা করো। অন্যের অর্জন নিয়ে হিংসা করো না, এটি তোমাকে অন্যের কাছে ছোট করে তুলবে। মনে রাখবে অন্যের  কৃতিত্বকে স্বীকৃতি দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ।

 

৯। নতুন মানুষের সাথে পরিচিত হও

নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হও। বিশেষ করে যারা তোমাকে অপছন্দ করে তাদের সাথে মেশার চেষ্টা করো। তুমি যত নতুন নতুন মানুষের সাথে মিশবে তত নতুন কিছু শেখার সুযোগ পাবে।  

 

১০। মতামত প্রদান করো

নিজস্ব মতামত নেই এমন মানুষকে কেউ পছন্দ করে না। প্রতিটি বিষয়ে নিজের একটি মতামত গড়ে তোলো। আলোচনায় অংশগ্রহণ করো এবং বিষয় সম্পর্কে নিজের মতামত প্রদান করো।

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড,  ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯


ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড,
ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

 ১০টি কৌশলে হয়ে ওঠো ব্যক্তিত্ববান মানুষ | ডা আবিদা সুলতানা | Become a personable person in 10 strategies | Dr. Abida Sultana

No comments

Powered by Blogger.