সাফল্য কাকে বলে | ডা আবিদা সুলতানা | What is success | Dr. Abida Sultana
এক কথায় সাফল্যের সংজ্ঞা দেওয়া বেশ কঠিন কাজ। তবে যদি এভাবে বলি কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিশেষ কোনো কাজে গভীরভাবে মনোনিবেশ করা কিংবা অনুশীলনের মাধ্যমে লক্ষ্য অর্জন করাকে সাফল্য বলে। সাফল্যের অর্থ মানে জীবনের সফলতা। পরিশ্রম এবং চেষ্টায় জীবনের কোন অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো, জীবনের পরিপূর্ণতা, পরিশ্রমের পরিপূর্ণ ফল লাভ, খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছানো, কিংবা উন্নতির শীর্ষস্থানে পৌঁছানো। প্রত্যেকটা মানুষই জগত সংসারে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য লাভের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে থাকে। কিছু মানুষ অল্প পরিশ্রম করে এতটাই সাফল্য পায় যে তারা সেটা কল্পনাও করতে পারে না। তবে সেই সাফল্য ক্ষণস্থায়ী। দীর্ঘ পরিশ্রম এবং সাধনা করে যদি কেউ সফল হয়, তাহলে তার সেই সফলতা ক্ষণস্থায়ী হয় না। সে দীর্ঘদিন খ্যাতির শীর্ষে অবস্থান করে। তার আশেপাশের মানুষ, তথা দেশ, তথা পৃথিবীর সমগ্র মানুষের কল্যাণ সাধনের চেষ্টা করে থাকে। এই মানুষগুলো সাফল্য কখনো ফিকে হয় না।
ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি ও মানসিক স্বাস্থ্য
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড,
No comments