পবিত্র কোরআনের ভাষায় সফলতা | ডা আবিদা সুলতানা | Success in the words of the Holy Qur'an | Dr. Abida Sultana
সফলতা খুবই আনন্দের। সবাই চায় সফল হতে। কিন্তু সফলতা সহজে ধরা দেয়
না। সফলতাকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা পার্থিব সফলতা, পরকালীন সফলতা।
পার্থিব সফলতা এবং পরকালীন সফলতা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে
সম্মানের সঙ্গে বাঁচার জন্য দরকার পার্থিব সফলতা আর পরকালীন জীবনে সম্মানজনক স্থান
লাভের জন্য প্রয়োজন পরকালীন সফলতা। একজন সত্যিকারের সফল মানুষ সেই হবে যে দুটো
সফলতাই অর্জন করতে পারবে। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে পার্থিব সফলতা এবং পরকালীন
সফলতা উভয়ের বর্ণনা দিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সফলতার সংজ্ঞা
দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং স্বীয়
রবের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে।’ সুরা আলা : ১৪-১৫
অন্যত্র তিনি ইরশাদ করেন, ‘অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। যারা
নিজেদের নামাজে বিনয়, নম্র। যারা অসার কার্যকলাপ থেকে বিরত থাকে। যারা জাকাত দানে
সক্রিয়।’ সুরা মুমিনুন : ১-৪
আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, ‘অতএব যে জাহান্নাম থেকে মুক্তি পেল
এবং জান্নাতে প্রবেশ করল। নিশ্চয় সে সফলকাম হলো।’ সুরা আলে ইমরান : ১৮৫
আল্লাহতায়ালা পার্থিব সফলতা লাভের পদ্ধতি বলেছেন এভাবে, ‘নিশ্চয়
আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা
পরিবর্তন করে।’ সুরা রাদ : ১১
এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে, পার্থিব সফলতা লাভ করতে হলে
আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা চেষ্টাকারী আর আল্লাহ সফলতা দানকারী।
পার্থিব সফলতা লাভের জন্য আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হয়। তারপর
দেখা মেলে কাঙ্ক্ষিত সফলতার। ঠিক তেমনিভাবে পরকালীন সফলতা অর্জন করতে হলেও আমাদের
ইখলাসের সঙ্গে মহান রবের ইবাদত করে যেতে হবে। রবের নির্দেশিত বিধান মেনে রাসুল
(সা.)-এর দেখানো পথে চলতে হবে। তবেই পরকালীন জগতে মহান রব আমাদের সর্বোচ্চ সফলতা
তথা জান্নাত দান করবেন।
আমরা যখন কোনো সফলতা লাভ করি তখন প্রথম কাজ হলো অন্তর থেকে মহান রবের
প্রশংসা তথা আলহামদুলিল্লাহ বলা। কারণ রব্বে কারিম বলেছেন, তার কৃতজ্ঞতা আদায় করলে
তিনি নেয়ামত বাড়িয়ে দেবেন।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড,
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments