Header Ads

সূচিবাই, একটি বিরক্তিকর মানসিক রোগ || ডা. আবিদা সুলতানা || OCD is a disturbing mental disease || Dr. Abida Sultana

সূচিবাই, একটি বিরক্তিকর মানসিক রোগ, ডা আবিদা সুলতানা, OCD is a disturbing mental disease, Dr Abida Sultana,
এমন অনেকে আছে যারা কোন একটি বিশেষ কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তাই অনেককেই দেখা যায় ঘন্টার পর ঘন্টা ঘরের মেঝে মুছতে। আবার অনেকে ক্রমাগত সাবান দিয়ে হাত পরিষ্কার করছে তো করছেই, থামার কোন নাম গন্ধ নেই। কেউ বারবার দরজা বন্ধ কিনা, তালা দেওয়া আছে কিনা পরীক্ষা করছেন। এ ধরনের ব্যাপার আমাদের নজরে পড়লেই আমরা প্রথমেই 'সুচিবাই আছে' এমন মন্তব্য করে থাকি। এক ধরনের বাধ্যবাধকতা বা অফসেশন এদেরকে গ্রাস করে। এমন কোনো চিন্তা যা হয়তো নেহাতই অনাকাঙ্ক্ষিত, এমন কোন কাজ যা অনিচ্ছা সত্ত্বেও এদেরকে ঘিরে ধরে। চিন্তা বা কাজটি তখন বাধ্যবাধকতার পর্যায়ে এসে দাঁড়ায়। এ ধরনের অদ্ভুত কাজ পাগলামি মনে হলেও আসলে কিন্তু পাগলামি না। এরা মানসিকভাবে অসুস্থ বলে এমন একটা অভ্যাস তারা এড়াতে পারে না। এরা বোঝে যে অভ্যাসটি অদ্ভুত, তবুও তারা রেহাই পায় না। অনেক সময় এরকম অভ্যাস নিজের ও পরিবারের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য    বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য

  বই সম্পর্কে জানতে ক্লিক করুন



এ রোগের জৈবিক কারণ থাকতে পারে। রোগীর মধ্যে শৃঙ্খলাবোধ প্রখর থাকে। রোগীর বাধ্যতাধর্মী চিন্তা ও কর্মহৃদয়হীন ও আগ্রসাদ মূলক চিন্তা থেকে রক্ষা করে বলে অনেকেই বিশ্বাস করেন। যেহেতু এই রোগের কোন একক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি, তাই এ রোগের চিকিৎসা পদ্ধতিটা বেশ জটিল। আচরণগত চিকিৎসা ও বিষাদ দূরীকরণের ওষুধ দিয়ে যৌথভাবে চিকিৎসা করা হয়ে থাকে। আচরণগত চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত নতুন এবং ফলপ্রসু, তবে সময় সাপেক্ষ। যে বিশেষ কাজটি রোগী না করে থাকতে পারে না তাকে সেই কাজ থেকে বিরত রাখা হয়। আরেকটা পদ্ধতি হল চিন্তা নিভৃতি। অর্থাৎ এতে হঠাৎ করে রোগীকে তার চিন্তা থামাতে বলা হয়। ফলপ্রসু মনে হলেও এই চিন্তা পদ্ধতির কার্যকারিতা এখনো সন্তুষ্টিজনক ভাবে প্রমাণিত হয়নি।


সূচিবাই, একটি বিরক্তিকর মানসিক রোগ || ডা. আবিদা সুলতানা
OCD is a disturbing mental disease || Dr. Abida Sultana


ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

No comments

Powered by Blogger.