Header Ads

শিশুর মানসিক রোগ : লক্ষণগুলি জানুন || ডা. আবিদা সুলতানা || Child Mental Disorders: Know the Symptoms || Dr. Abida Sultana

শিশুর মানসিক রোগ, লক্ষণগুলি জানুন, ডা আবিদা সুলতানা, Child Mental Disorders, Know the Symptoms, Dr Abida Sultana, health, fitness, healthylifestyle,

শিশুদের শেখার ধরণে, আচরণে এবং আবেগ নিয়ন্ত্রণে যদি গুরুতর পরিবর্তন আসে তবে বুঝতে হবে তার কোন মানসিক রোগ থাকতে পারে। আসুন জেনে নেই শিশুদের কোন কোন মানসিক রোগ হতে পারে এবং তা চেনার উপায়।


শিশুর মানসিক রোগ সম্পর্কে অবগত আছেন তো ?

বাবা মার জন্য শিশু লালনপালন করা সর্বদাই একটি  চ্যালেঞ্জিং ব্যাপার। এমনকি সবচেয়ে ভালো পরিস্থিতিতেও তাদের আচরণ এবং আবেগ ঘন ঘন এবং দ্রুত পরিবর্তিত হতে পারে। সাধারণত সব শিশুই কখনও কখনও দু:খিত, উদ্বিগ্ন, খিটখিটে, বা আক্রমনাত্মক হয়ে থাকে। আবার তারা মাঝে মাঝে স্থির হয়ে বসে থাকা, মনোযোগ দেওয়া বা অন্যদের সাথে যোগাযোগ করাটাকে কঠিন বলে মনে করে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলি কেবলমাত্র সাধারণ বিকাশের পর্যায়গুলি।


তবে এই ধরনের আচরণগুলি কিছু কিছু শিশুদের মধ্যে গুরুতর সমস্যা হিসেবে দেখা দেয়। এর ফলে অভিভাবকরা ভীষণ চিন্তিত এবং ভীত হয়ে পড়েন। তবে এতে ভয় না পেয়ে, বরং বাচ্চার সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। মুলত শারীরিক আর মানসিক সমস্যা প্রায় একই রকমের স্বাস্থ্যগত সমস্যা। এক্ষেত্রে যদি সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে আপনার সন্তান সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আসুন আজকের লেখায় শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিই।   


শিশুর মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয় কেন ? 

মূলত বিভিন্ন কারণে শিশুদের ভেতর মানসিক সমস্যা কিংবা রোগ দেখা দেয়। এদের মতে উল্লেখযোগ্য হচ্ছে-


  • পারিবারিক সমস্যা বা সংসারে ঝামেলা
  • জেনেটিক বা বংশগত
  • শারীরিক কোন রোগ
  • টক্সিক প্যারেন্টিং বা পিতামাতার রূঢ় আচরণ
  • সামাজিক পরিবেশ
  • অপ্রত্যাশিত কোন ধরনের দুর্ঘটনা 


সেজন্য আপনার সন্তানের মধ্যে কোন রকমের অস্বাভাবিক আচার-আচরণ পরিলক্ষিত হলে, তাকে অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। 


আপনার শিশুর মানসিক সমস্যা আছে কিনা তা কিভাবে বুঝবেন ?

শিশুদের মানসিক রোগের লক্ষণসমূহ আসলে কী কী? আপনার সন্তানের মানসিক স্বাস্থ্য জনিত কোন ব্যাধি থাকতে পারে এমন সতর্কতা লক্ষণগুলির মধ্যে রয়েছে-


  • অনেকসময় শিশুর বুদ্ধিমত্তা কম হয় এবং সে অস্বাভাবিক ব্যবহার করে থাকে 
  • সারাক্ষণ অন্যমনস্ক অবস্থায় থাকে এবং  তার মাঝে ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়
  • অনেক ক্ষেত্রে বয়সের তুলনায় দৃষ্টিকটু, অগ্রহণযোগ্য এবং নেতিবাচক আচরণ করে থাকে। এই ক্ষেত্রে মানসিক রোগে আক্রান্ত বাচ্চাটি সমবয়সী শিশুদের থেকে ভিন্ন এবং অস্বাভাবিক আচার-আচরণ করে থাকে।
  • দিনের অধিকাংশ সময়ই বিষণ্ণতা অথবা অবসাদে ভুগে থাকে
  • অবিরাম দুঃখ বা কষ্টে যা দুই সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয়
  • সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা এড়িয়ে যাওয়া
  • বাচ্চা অনেক দেরিতে কথা বলা শেখে এবং বয়স অনুযায়ী সঠিক আচরণ করতে পারে না
  • নিজেকে আঘাত করা বা নিজেকে আঘাত করার কথা বলা
  • মৃত্যু বা আত্মহত্যার কথা বলা
  • চরম বিরক্তি
  • নিয়ন্ত্রণের বাইরের আচরণ যা ক্ষতিকর হতে পারে
  • মেজাজ, আচরণ বা ব্যক্তিত্বের তীব্র পরিবর্তন
  • শিশু অতিরিক্ত দুষ্ট হয় এবং অযাচিত বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে
  • খাদ্যাভ্যাসের পরিবর্তন
  • ওজন কমে যাওয়া
  • ঘুমাতে অসুবিধা
  • ঘন ঘন মাথাব্যথা বা পেটব্যথা
  • মনোযোগ দিতে অসুবিধা
  • একাডেমিক কর্মক্ষমতা পরিবর্তন
  • স্কুল এড়ানো বা অনুপস্থিত
  • অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে থাকে এবং নিজের অনুভূতিগুলি বেশীরভাগ সময় কন্ট্রোল করতে পারে না

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য    বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য

  বই সম্পর্কে জানতে ক্লিক করুন


শিশুদের যেসব মানসিক রোগ হতে পারে 

শিশুদের বিভিন্ন ধরনের মানসিক রোগ যেমন অটিজম, এডিএইচডি, ডিসলেক্সিয়া, কনডাক্ট ডিজঅর্ডার, শর্ট টার্ম মেমোরি লস, ক্লেপটোম্যানিয়া এবং অপজিশনাল ডেফিয়েন ডিজঅর্ডার (ওডিডি) প্রভৃতি রোগে ভুগতে পারে। আসুন শিশুদের এই মানসিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।    


১. অটিজম

অটিজম একটি নিউরোডেভেলপমেণ্টাল ডিজঅর্ডার অর্থাৎ মানসিক বিকাশঘটিত সমস্যা। এটার অপর নাম অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (ASD)। এক্ষেত্রে নার্ভ বা নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্ধন জনিত অস্বাভাবিকতা থাকে। সাধারণত দেড় বছর থেকে ৩ বছর সময়ের মধ্যেই এই রোগের লক্ষণগুলো দেখা যায়। অটিজমে আক্রান্ত শিশুর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে অসুবিধা হয়, সামাজিক আচরণে দুর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়। অটিজমের কারণে কথাবার্তা, অঙ্গভঙ্গি ও আচরণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে আবার অনেক ক্ষেত্রে শিশুর মানসিক ও ভাষার উপর দক্ষতাও কম থাকে। অনেক ক্ষেত্রে অটিজমে আক্রান্তদের মাঝে বধিরতা, সেরিব্রাল পালসি, বুদ্ধি প্রতিবন্ধীতা, ডাউন সিনড্রোম ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ১৬০ জন শিশুর মধ্যে ১ জনের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) রয়েছে

মেয়েদের চেয়ে ছেলেদের অটিজম হওয়ার সম্ভাবনা চার গুণ বেশি

অটিজম আক্রান্ত প্রায় ৪০% শিশু কথা বলে না। অটিজমে আক্রান্ত প্রায় ২৫% –৩০% বাচ্চাদের ১২ থেকে ১৮ মাস বয়সে কিছু শব্দ থাকে এবং পরে সেগুলি হারাতে থাকে। অন্যরা হয়তো কথা বলতে পারেন, তবে শৈশব শেষে তা আর পারে না। তাই দেরি না করে লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হন।

শিশুর মানসিক রোগ : লক্ষণগুলি জানুন || ডা. আবিদা সুলতানা
Child Mental Disorders: Know the Symptoms || Dr. Abida Sultana

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা।
সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

No comments

Powered by Blogger.