Header Ads

চোখের যত্নে করণীয় || ডা. আবিদা সুলতানা || What to do in eye care || Dr. Abida Sultana

চোখের যত্নে করণীয়, ডা আবিদা সুলতানা, What to do in eye care, Dr. Abida Sultana, health, fitness, healthylifestyle, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য,

  • পুষ্টিকর খাবার খাওয়া। খাদ্য তালিকায় প্রচুর মাছ রাখুন। এতে প্রচুর ওমেগা-৩ রয়েছে।
  • চোখের সমস্যা নিয়মিত হলে নিয়মিত বিশেষজ্ঞের কাছে চোখ দেখানো।
  • নিয়মিত চোখ পরিষ্কার রাখা। প্রতি তিন-চার সেকেন্ডে একবার চোখের পাতা বন্ধ ও খোলার অভ্যাস করা।
  • চোখকে আরাম দেয়া।
  •  হাঁটতে বা বসে দূরে তাকিয়ে দেখার চেষ্টা করা।
  • খুব সকালের এবং শেষ বিকালের আলোয় চোখের যত্ন নেয়া।
  • যেকোনো আঘাত ও ধুলোবালি থেকে চোখের নিরাপত্তা দিতে গগলস পরা।
  • কম্পিউটার, স্মার্টফোন ও টেলিভিশনের উজ্জ্বলতা কমিয়ে রাখা।
  • মুখ ধোয়ার সময় চোখে বেশি বেশি পানি দেয়া। এতে চোখের ধুলো পরিষ্কার হবে।
  • ধূমপান চোখের জন্য ক্ষতিকর।
  • প্রচুর পালং শাক খাওয়া। এতে বহু ধরনের পুষ্টি উপাদান ও লুটেন রয়েছে। নানা সমস্যা দূর করবে পালং শাক।
  • কাজের ফাঁকে একটু বিরতি দেয়া।
  • চোখ যখন কাজ করতে করতে ক্লান্ত, তখন একটু ম্যাসাজে উপকার পাওয়া যায়।
  • ঘুমের অভাবে মাথা ও চোখে ব্যথা হয়। পর্যাপ্ত পরিমাণে ঘুমানো।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য    বই সম্পর্কে জানতে ক্লিক করুন


 চোখের যত্নে করণীয় || ডা. আবিদা সুলতানা || What to do in eye care || Dr. Abida Sultana



No comments

Powered by Blogger.