Header Ads

নিউরসিস ও সাইকসিসের পার্থক্য || ডা. আবিদা সুলতানা || Difference between neurosis and psychsis || Dr. Abida Sultana

নিউরসিস ও সাইকসিসের পার্থক্য, ডা আবিদা সুলতানা, Difference between neurosis and psychsis., Dr Abida Sultana, health, fitness, healthylifestyle, আসুন


নিউরসিস : এটি হল সাধারণত লঘুতর মানসিক ব্যাধি। নিউরসিস রোগীরা মনের দিক দিয়ে অসুস্থ হলেও তাদের এই অসুস্থতায় বাস্তব জগতের সাথে সম্পর্ক একেবারেই ছিন্ন হয় না। এ ধরনের রোগীদের মধ্যে অলিক কল্পনা ও ভ্রান্ত বিশ্বাস সৃষ্টি হয় না। সমাজ ও নিজের প্রতি ধ্বংসাত্মক আচরণ করে না। তারা উদ্বিগ্ন এবং অসুখী ব্যক্তি। নিউরসিস রোগ কয়েকটা ধাপের মাধ্যমে বিকাশ লাভ করে। যেমন - ১. ব্যক্তিত্বের ত্রুটিপূর্ণ বিকাশ, ২. সাধারন সমস্যাকে অত্যন্ত বিপদজনক মনে করা, ৩. গভীর উদ্বেগের সৃষ্টি। এই কয়েকটা ধাপেই মূলত নিউরসিস ব্যাধি সৃষ্টি হয়।

 সাইকসিস : সাধারণত এটি হচ্ছে গুরুতর মানসিক ব্যাধি। সাইকসিস রোগীদেরকে আমাদের দেশের সাধারণ ভাষায় বলা হয় পাগল বা উন্মাদ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বা মনোবিজ্ঞানে এই শব্দের ব্যবহার হয় না। উন্মাদ বা পাগল কোনো একটি বলে সম্বোধন বা চিহ্নিত করলে তা সামাজিক অপরাধ হবে বলে মনে করা হয় চিকিৎসা বিজ্ঞানে। এ ধরনের রোগীদের ব্যক্তিত্বের চরম বিপর্যয় দেখা দেয় এবং রোগী সামাজিক সম্পর্ক ও কাজ কর্মের সকল ক্ষমতা হারিয়ে ফেলে। এদের মধ্যে অনীহা, অলীক কল্পনা এবং নানারকম ভ্রান্ত বিশ্বাস দেখা দেয়। এসব রোগী প্রায়ই নিজের এবং অন্যের প্রতি বিপদজনক হয়ে থাকে।  এরা অনেক সময় নিজেদের শরীরের যত্ন নিতে পারে না। এদের আচরণে গুরুতর অস্বাভাবিকতা, অবান্তর উক্তি, অর্থহীন কাজকর্ম ইত্যাদি প্রকাশ পায়।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য    বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য

  বই সম্পর্কে জানতে ক্লিক করুন


 চলুন নিউরসিস ও সাইকসিসের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য জেনে নেওয়া যাক।


১. নিউরসিস হলো লঘুতর মানসিক ব্যাধি। অন্যদিকে সাইকসিস হলো গুরুতর মানসিক ব্যাধি।

২. নিউরসিস শুধু মানসিক কারণে হয়। আর সাইকসিস মানসিক ও জৈবিক কারণে হয়।

৩. নিউরসিসে ভ্রান্ত বিশ্বাস, অলীক কল্পনা থাকে না। সাইকসিসের ভ্রান্ত বিশ্বাস, অলীক কল্পনা থাকে।

৪. সিউরসিসে অল্পমাত্রাই ব্যক্তিত্বের বিপর্যয় ঘটে। অপরদিকে সাইকসিসে তীব্রমাত্রাই ব্যক্তিত্বের বিপর্যয় ঘটে।

৫. নিউরসিসে বাস্তবতার সাথে সম্পর্ক ত্রুটিপূর্ণ তবে সম্পূর্ণ ছিন্ন হয় না। সাইকসিসে বাস্তবতার সাথে সম্পর্ক ত্রুটিপূর্ণ এবং সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়।

৬. নিউরসিস রোগীর কর্মক্ষমতা আংশিক হ্রাস পায়। অপরদিকে সাইকসিস রোগীর কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে।

৭. নিউরসিসে বিকৃত আচরণ থাকে না। তবে সাইকসিসে বিকৃত আচরণ খুব প্রকট হতে পারে।

৮. নিউরোসিস রোগী নিজের ও সমাজের জন্য ক্ষতিকারক নয়। অপরদিকে সাইকসিস রোগীর আচরণ নিজের ও দেশের জন্য বিপদজনক হতে পারে।

৯. নিউরসিস রোগী স্থান-কাল সম্বন্ধে বিভ্রান্ত হয় না। অপরদিকে সাইকসিস রোগী স্থান-কাল সম্বন্ধে বিভ্রান্ত হয়।



নিউরসিস ও সাইকসিসের পার্থক্য || ডা. আবিদা সুলতানা
Difference between neurosis and psychsis || Dr. Abida Sultana

No comments

Powered by Blogger.