পেটের গোলযোগের সঙ্গে সম্পর্ক রয়েছে মস্তিষ্কের জটিল রোগ || Complicated diseases of the brain are associated with stomach disturbances || Dr. Abida Sultana
প্রায়ই পেটের সমস্যায় ভোগেন? কখনও ক্ষুধামন্দা, কখনও অ্যাসিডিটি, কখনও কোষ্ঠকাঠিন্য, কখনও বা পেটের অন্য কোনো রোগ। যদি নিয়মিতই পেটের গোলযোগে আপনি ভুগে থাকেন তবে এখনই সতর্ক হন। কেননা গবেষকরা জানিয়েছেন, পেটের গোলযোগের সঙ্গে সম্পর্ক রয়েছে মস্তিষ্কের জটিল রোগের।
বেলজিয়ামের লিউভেন বিশ্ববিদ্যালয় এবং মেয়ো ক্লিনিকের একদল গবেষক সম্প্রতি দাবি করেছেন, পেটের গোলযোগ বা অন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্ক বা স্নায়ুর জটিল রোগ। দীর্ঘ ৫ বছর গবেষণা করার পর গবেষকরা লক্ষ্য করেন, পেটের গোলযোগের কারণে যারা চাইলেই সব খাবার খেতে পারেন না, যাদের খাবার হজম হতে বেশি সময় লাগে, কোষ্ঠ পরিষ্কার নয় তাদের স্নায়ু রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় ১৭ শতাংশ বেশি।
এ শঙ্কা আরও বেড়ে যায় যখন পেটের গোলোযোগে ভুগছে এমন ব্যক্তির বয়স ৬০ বছর পেরিয়ে যায়। গবেষকদের গবেষণালব্ধ এ সমীক্ষার তথ্য প্রকাশিত হয়েছে ‘গাট’ পত্রিকায়।
‘গাট’ পত্রিকায় প্রকাশিত সমীক্ষার তথ্য বলছে, ২৪ হাজার ৬২৪ জনের ওপর এ সমীক্ষা চালান গবেষকরা। গবেষকরা মোট অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করেন। একদলে রাখেন স্নায়ু রোগীদের। আর অন্য আরেক দলে রাখেন পেটের সমস্যায় ভোগা রোগীদের।
এ দুই দলকে দীর্ঘ ৫ বছর পর্যবেক্ষণ করেন গবেষকরা। এরপর গবেষকরা লক্ষ্য করেন, যাদের পেটের সমস্যা ছিল তাদের ১৭ ভাগই ৫ বছর পর আক্রান্ত হয়েছেন স্নায়ুর সমস্যায়।
আরো পড়ুন চুল পড়া কমাতে যেসব অভ্যাস পরিবর্তন জরুরি
স্নায়ুর সমস্যায় আক্রান্ত হওয়া রোগীদের কারণ হিসেবে গবেষকরা পেটের গোলযোগের পাশাপাশি পরিবেশগত দূষণ, খাবারে টক্সিনের উপস্থিতি এবং পারিবারিক জিনগত কারণকে দায়ী করেছেন।
স্নায়ুর বা মস্তিষ্কের জটিল রোগের ক্ষেত্রে গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন পার্কিনসন্স রোগটিকে। মস্তিষ্কের ভুলে যাওয়ার জটিল এ রোগটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে অন্ত্রের গোলযোগের। তাই যারা পেটের গোলযোগ বা অন্ত্রের সমস্যায় ভুগছেন তারা দ্রুত এ সমস্যার সমাধানে চিকিৎসকের শরণাপন্ন হন। কেননা পেটের গোলযোগ বা অন্ত্রের সমস্যা থেকে মুক্তি পেলে মুক্তি মিলবে স্নায়ুর জটিল রোগেরও।
No comments