Header Ads

নারীদের সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম || Rules that women should follow to stay healthy || Dr. Abida Sultana

নারীদের সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম, ডা. আবিদা সুলতানা, Rules that women should follow to stay healthy, Dr. Abida Sultana

নারী স্বাস্থ্য বেশ জটিল। জীবনের প্রতিটি স্তরে নারীদের উচিত তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। বয়স বাড়ার সাথে সাথে নারীদের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বিশেষ করে ৪০-এর পর নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। যেহেতু এটি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার সময়, তাই শরীরে নানারকম রোগ সংক্রমিত হয়। কারও ওজন বেড়ে যায়।

আবার কারও ওজন দ্রুত কমে যায়। এ ছাড়া হাড় এবং পেশীতে ব্যথা, ত্বকের ও চুলের সমস্যা দেখা দেয়।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক সাক্ষাৎকারে মহিলাদের জন্য তিনটি সহজ জীবনধারা দিয়েছেন। যা তিনি নিজেও মেনে চলেন। তার মতে, যেসব নারীরা ৪০-এ পা রেখেছেন তাদের এই নিয়ম তিনটি মেনে চলা উচিত।


৩০ মিনিটের জন্য ব্যয়াম করা

৪০-এ পা রাখার পর, শারীরিক জটিলতার কারণে নারীরা ক্লান্ত বোধ করে থাকেন। একমাত্র নিয়মিত ব্যায়াম এটি থেকে মুক্তি দিতে পারে। দিনে ৩০ মিনিট রাখুন শরীর চর্চার জন্য। এতে মেটাবলিজম রেট ঠিক থাকবে। শরীর চর্চা মানেই আমরা অনেকেই মনে করি জিমে যেতে হবে। কিন্তু তা ঠিক না। সকালে বা বিকেলে বাইরে গিয়ে হেটে আসতে পারেন। ঘরে বসেই করতে পারেন ইয়োগা।


আরো পড়ুন চুল পড়া কমাতে যেসব অভ্যাস পরিবর্তন জরুরি


বাদাম খাওয়া

বাদাম প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এটি শরীরে শক্তি উৎপাদন করে। এমনকি পেশীর রক্ষণাবেক্ষণও করে। তাই খাদ্যতালিকায় বাদাম অবশ্যই যোগ করুন। যেহেতু, নারীরা ৪০-এর পর পেশীজনিত সমস্যায় ভুগে থাকে। তাই বাদাম এই রোগ প্রতিকারে কার্যকর ভূমিকা পালন করবে।


সামগ্রিক খাদ্য

৪০-এর পর অনেক নারীদের ক্ষুধা কমে যায়। আবার অনেকের রুচি বেড়ে যায়। এগুলো সাধারনত ভিটামিন বা পুষ্টির অভাবে হয়ে থাকে। এসব এড়াতে নারীদের প্রোটিন, খনিজ, ভিটামিন, আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাদ্যতালিকায় অবশ্যই রাখতে হবে। প্রতিদিন ফল, শাক-সবজি খাওয়া আবশ্যক।


নারীদের সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম || ডা. আবিদা সুলতানা
Rules that women should follow to stay healthy || Dr. Abida Sultana  



[আপনি যদি মনে করেন পোস্টটি গুরুত্বপূর্ণ তবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন। নিজে জানুন ও অন্যকে জানতে সাহয্য করুন। নিয়মিত লাইক, কমেন্টস না করলে এই মুল্যবান পোস্ট গুলো আর আপনার ওয়ালে খুজে পাবেন না।]

No comments

Powered by Blogger.