Header Ads

বদহজম দূর করার ঘরোয়া উপায় || Home Remedies for Indigestion || Dr. Abida Sultana

বদহজম দূর করার ঘরোয়া উপায়, ডা. আবিদা সুলতানা, Home Remedies for Indigestion, Dr. Abida Sultana,


সবারই কম বেশি কখনও কখনও বদহজম হয়ে খাকে। দ্রুত ওষুধ খেলে বদহজমের অস্বস্তিভাব দূর করতে পারেন। কিন্তু বেশি পরিমাণে ওষুধের ওপর নির্ভরশীলতা বিপদ ডেকে আনতে পারে আপনার। তাই ঘরে থাকা কিছু উপাদানকে কাজে লাগাতে পারেন। কী করবেন ভাবছেন?


ওষুধ ছাড়া ঘরোয়া কিছু ব্যবস্থাতেও বদহজমের সমস্যা সহজে দূর করা যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী এমন তিনটি উপাদান রয়েছে যা বদহজমের সমস্যা দ্রুত সমাধান করে। সময় সংবাদের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-


আরো পড়ুন চুল পড়া কমাতে যেসব অভ্যাস পরিবর্তন জরুরি


আদা : আদা অনেক কিছুর জন্যই উপকারী। কিন্তু আদা যে বদহজমের সমস্যাও মেটাতে পারে জানেন কি? পানি গরম করে তাতে ২ চামচ আদার রস ও লবণ মিশিয়ে নিন। তারপর এই পানি অল্প অল্প করে খান। দ্রুত মিলবে আরাম।


দারুচিনি : রান্নাঘরে গোটা গরম মসলা হিসেবে ব্যবহার করেন দারুচিনি। কিন্তু অম্বলের সমস্যায় দারুচিনি ভীষণ তাড়াতাড়ি কাজ করে। ভরপেট খেয়ে পেট ভার বা গা গোলানোর মতো সমস্যা দেখা দিলে মুখে ছোট একটু দারচিনির টুকরো রেখে দিন। প্রয়োজনে চিবোতে পারেন। উপকার পাবেন।


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


মৌরি : রান্নাঘরে মৌরি থাকলে তো কথাই নেই। বদহজমের সমস্যার চটজলদি সমাধান হতে পারে এই মৌরিই। ১/২ চা চামচ মৌরি এক গ্লাস পরিমাণ পানিতে ফুটিয়ে নিন। তারপর একটু ঠান্ডা হতে দিন।  কিছুক্ষণ পরপর অল্প অল্প করে খান।


বদহজম দূর করার ঘরোয়া উপায় || ডা. আবিদা সুলতানা
Home Remedies for Indigestion || Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.