Header Ads

বরই খাওয়ার উপকারিতা || Benefits of eating plums || Dr. Abida Sultana

বরই খাওয়ার উপকারিতা, ডা. আবিদা সুলতানা, Benefits of eating plums, Dr. Abida Sultana


বিভিন্ন ধরনের ফলের মধ্যে বরই অন্যতম। বরই পুষ্টিগুণসমৃদ্ধ ফল। টক-মিষ্টি স্বাদের এই ছোট্ট ফলটি প্রায় সবার প্রিয়। মৌসুমি এই ফল শরীরের জন্য বেশ উপকারী। বরইয়ের উপকারিতা সম্পর্কে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন জেনে নিই, বরই খাওয়ার উপকারিতা। 


– বরইয়ে রয়েছে ভিটামিন ‘সি’। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া মৌসুমি জ্বর, ঠান্ডা, সর্দি-কাশি প্রতিরোধ করে বরই।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


– নানা কারণে অনেকের জিহ্বায় ঘা বা ঠোঁটের কোণে ঘা হয়। অনেকের ঠোঁটের চামড়া উঠে যাওয়ার প্রবণতা আছে। এই ফলটি খেলে সহজেই ঠোঁটের কোণে ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া, জিহ্বায় ঘা ইত্যাদি দূর হয়।


– বরইয়ে ফ্যাট নেই বললেই চলে। ফলে ওজন নিয়ন্ত্রণেও যথেষ্ট সাহায্য করতে পারে এটি। এই ফল শরীরে ৪৪ ক্যালরি শক্তি যোগান দেয়। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগীদের জন্যও টক বরই বেশ উপকারী।


আরো পড়ুন চুল পড়া কমাতে যেসব অভ্যাস পরিবর্তন জরুরি


– বরই কোষ্ঠকাঠিন্যসহ হজমশক্তি বৃদ্ধিতে বেশ কার্যকরী। পাকা বরই ওষুধ হিসেবে বেশ ফলদায়ক ও রোগ প্রতিরোধক। এ ছাড়া খাবারে রুচি বাড়িয়ে তোলে বরই। বরই খেলে মুখের রুচি ও হজমশক্তি বাড়ে। 


– বরইয়ে পর্যাপ্ত অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বরইকে ক্যানসার প্রতিরোধী হিসেবে গণ্য করা হয়। বরইয়ে রয়েছে ক্যানসার কোষ, টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ ক্ষমতা।


বরই খাওয়ার উপকারিতা || ডা. আবিদা সুলতানা || Benefits of eating plums || Dr. Abida Sultana 

[আপনি যদি মনে করেন পোস্টটি গুরুত্বপূর্ণ তবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন। নিজে জানুন ও অন্যকে জানতে সাহয্য করুন। নিয়মিত লাইক, কমেন্টস না করলে এই মুল্যবান পোস্ট গুলো আর আপনার ওয়ালে খুজে পাবেন না।]

No comments

Powered by Blogger.