ডা. আবিদা সুলতানার নতুন বই - মানসিক স্বাস্থ্য
ডা. আবিদা সুলতানার নতুন বই - মানসিক স্বাস্থ্য
আমাদের শুধু শরীর না, কখনো কখনো মনও অসুস্থ হয়। আর তখন আমাদের মনের চিকিৎসার দরকার হয়। আর আমরা তো জানি না আমাদের মনের কি কি রোগ হতে পারে। মানসিক স্বাস্থ্য বইটিতে আমি এই রোগগুলো নিয়েই কথা বলেছেন ডা. আবিদা সুলতানা।
এর আগে তার প্রকাশিত প্রথম বই আসুন সুস্থ থাকি বেশ পাঠপ্রিয়তা পেয়েছিল। পাঠকদের চাওয়াতেই এবারের মেলাতে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশিত হয়েছে তার ২য় বই "মানসিক স্বাস্থ্য"।
ডা. আবিদা সুলতানার জন্ম ৯ জানুয়ারি, ঢাকার মোহাম্মদপুরে, নব্বই দশকের মাঝামাঝি সময়ে। বাবা বি এম এ আজিজ ও মা সুরাইয়া খানমের তিন মেয়ের মধ্যে আবিদা সুলতানা বড়। পপুলার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজে কর্মরত আছেন। এর আগে DCMT নার্সিং কলেজ, ডাইনামিক নার্সিং কলেজ, সাইক নার্সিং কলেজে কর্মরত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে আবিদা সুলতানা বিবাহিত। তিনি জনপ্রিয় লেখক শাহরিয়ার সোহাগ এর সহধর্মিনী।
অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
No comments