ডায়াবেটিস ফেন্ডলি খাবার || some diabetes friendly foods || Dr. Abida Sultana
জেনে নিন কিছু ডায়াবেটিস ফেন্ডলি খাবারজেনে নিন কিছু ডায়াবেটিস ফেন্ডলি খাবারকথায় বলে, 'মাছে-ভাতে বাঙ্গালী'। আমাদের ভাত ছাড়া যেন খাওয়া সম্পন্ন হয়না। সারাদিনে যত কিছুই খাওয়া হোক না কেন, দিনে অন্তত এক বেলা পাতে ভাত চাই। বয়স বাড়ার সাথে সাথে শরীরে কিছু কমন সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস। আমাদের দেশে সাধারণত টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয় বেশি। এই ডায়াবেটিস রোগীদের জন্য ডাক্তাররা মূলত ভাত খাওয়া কমিয়ে দিতে বলে। কারণ চালে থাকা গ্লাইসেমিক শরীরের ইনসুলিনের উৎপাদনকে ব্যাহত করে।
ব্রাউন রাইস
সাদা ভাতের সবচেয়ে ভালো বিকল্প হচ্ছে বাদামী চাল। কারণ ব্রাউন রাইসে গ্লাইসেমিকের পরিমাণ কম থাকে। তাই রক্তে চিনির স্তর কম পড়ে। এতে পর্যাপ্ত ইনসুলিন নিঃসরণ হয় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ে।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।বাসমতি চাল
লম্বা এই চাল স্বাদ ও গন্ধে অনন্য। দাম একটু বেশি হলেও ডায়াবেটিস রোগীরা ভাত হিসেবে এই চাল উপভোগ করতে পারেন।
বন্য চাল
ওয়াইল্ড রাইসকে যদিও ভাত বলা চলে না। তবে এই চাল ফাইবারে পরিপূর্ণ। এই খাবারে কিছুটা বাদামের ফ্লেভার আছে।
মিক্সড গ্রেইন
ব্রাইন রাইস, ওয়াইল্ড রাইস ও অন্যান্য শস্যের সংমিশ্রণে তৈরি হয় মিক্সড গ্রেইন রাইস। অনেক ধরণের শস্যের সমাহারের কারণে এই খাবারে পুষ্টি ও স্বাদ পরিপূর্ণ থাকে।
জেনে নিন কিছু ডায়াবেটিস ফেন্ডলি খাবার || ডা. আবিদা সুলতানাKnow some diabetes friendly foods || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
আরো পড়ুন ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার
No comments