Header Ads

হাঁপানির সমস্যায় কালোজিরা || Black cumin for asthma problem || Dr. Abida Sultana

হাঁপানির সমস্যায় কালোজিরা, ডা. আবিদা সুলতানা, Black cumin for asthma problem, Dr. Abida Sultana, mental health, asun sustho thaki


হাঁপানির সমস্যায় কালোজিরাহাঁপানির সমস্যায় কালোজিরাকষ্টকর এক স্বাস্থ্য সমস্যা হাঁপানি। শীতকাল এলে যার মাত্রা বেড়ে যায়। রান্নাঘরে থাকা একটি মসলা কিন্তু এসময় হাঁপানির সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। বলছিলাম কালোজিরার কথা। নানা ঔষধিগুণ রয়েছে কালোজিরার। সর্দি হলে হাতের তালুতে কালোজিরা ঘষে গন্ধ শুকলেই বন্ধ নাক খুলে যায়। চলুন এর আরও কিছু উপকারিতা জেনে নিই -


উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে :

কালোজিরা ভেজানো পানি খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যারা উচ্চরক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ভরসা রাখতে পারেন কালোজিরায়। এক কাপ পানিতে আধা চা চামচ কালোজিরা ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে জল ছেঁকে খেয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন এই পানীয় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


ওজন কমায় :

ওজন কমাতে হিমশিম খাচ্ছেন? কালোজিরের গুণেই ঝরবে মেদ। ওজন কমাতে অনেকেই চিয়া সিডস দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে পান করেন। এক্ষেত্রে চিয়া সিডসের পরিবর্তে কালোজিরাও ব্যবহার করতে পারেন। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দেহ চাঙ্গা রাখতে সাহায্য করে কালোজিরা।


হাঁপানির সমস্যায় কালোজিরাহাঁপানির সমস্যায় কালোজিরাপেটের সমস্যা রোধ করে :

শীতকালে পার্টি, বিয়েবাড়ি, পিকনিক লেগেই থাকে। এসময় বাইরে খাওয়া হয় বেশি। ফলে বদহজম, গ্যাস, পেটের সমস্যা লেগেই থাকে। নিয়মিত কালোজিরা খেলে পেটের সমস্যা থেকে রেহাই মেলে।


ফুসফুসের সংক্রমণ কমায় :

শীতে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এসময় হাঁপানির সমস্যা ঠেকাতে এবং ফুসফুস চাঙ্গা রাখতে খেতে পারেন কালোজিরা। কালোজিরা ভেজানো পানি খেতে পারেন। এর গন্ধ শুকলেও লাভ হবে।


তেল :

কালোজিরার পাশাপাশি এর তেলও বেশ উপকারি। স্মৃতিশক্তি উন্নত করতে, হৃদ্‌রোগজনিত সমস্যা কমাতে, আথ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে এর তেল। কালোজিরায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা পেশির নমনীয়তা বজায় রাখে। ত্বক ভালো রাখে।



হাঁপানির সমস্যায় কালোজিরা || ডা. আবিদা সুলতানা
Black cumin for asthma problem || Dr. Abida Sultana


ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.