Header Ads

পা ফাটে কেন || Why does the leg crack || Dr. Abida Sultana

পা ফাটে কেন, ডা. আবিদা সুলতানা, Why does the leg crack, Dr. Abida Sultana, health tips, bangla health tips, asun sustho thaki, mental health


অনেকেরই পায়ের তলা ফাটে। ব্যাথা হয় এবং ফাটল ধরে ফাঁকা হয়ে যায়। সেখানে ময়লা যেয়ে ইনফেকশনের সম্ভাবনা থাকে। পা ফাটলে হাঁটতে অসুবিধা হয়, পানির ছোঁয়া লাগলে জ্বালা করে। চামড়া শক্ত হয়ে যায়। গোড়ালি, আঙুলের ভাজে ভাজে এ সমস্যা দেখা দেয়।


কেন এমন হয় 

– শরীরে পানির পরিমাণ কমে আসলে ত্বক শুকিয়ে আসে। পানি পান কমিয়ে দিলে ত্বকে টান ধরে এবং ত্বক শুষ্ক হয়। আর এ কারণে পা ফাটে। 

– অনেকের ক্ষেত্রে বংশগত ব্যাপার কাজ করে। এমন হয় যে সবার ত্বক সেনসিটিভ হয়। তাদের ক্ষেত্রে পা ফাটার সমস্যা দেখা দেয়।

– যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদেরও পা ফাটে। 

– আবহাওয়া পরিবর্তনের কারণেও ত্বক শুকিয়ে ফাটল ধরে।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


পরিত্রাণের উপায়

– কুসুম গরম পানিতে ১৫ মিনিট মতো পা ভিজিয়ে আলতো করে ঘষে পরিস্কার করুন। কুসুম গরম পানি রুক্ষতা কমায়।

– পানি পানের পরিমাণ যথাযথা রাখতে হবে। পানি শরীরকে হাইড্রেট করে, ত্বকে টান কম পড়ে।

– অলিভ ওয়েল মাখা যায়। অলিভ ওয়েল ত্বকের স্মুথনেস বজায় রাখতে সাহায্য করে।

– ফার্মেসিতে অনেক ধরনের অয়েন্টমেন্ট পাওয়া যায়, ত্বকের সঙ্গে মিলিয়ে কিনে এই অয়েন্টমেন্ট ব্যবহার করুন। দুই সপ্তাহ ব্যবহারের পর পরিবর্তন দেখতে পাবেন।

– ময়েশ্চারাইজার লাগাতে পারেন। এখন বাজারে অনেক ধরনের বিভিন্ন কোম্পানির ময়েশ্চারাইজার পাওয়া যায়।


 পা ফাটে কেন || ডা. আবিদা সুলতানা || Why does the leg crack || Dr. Abida Sultana

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.