Header Ads

চোখে কাজল নাকি সুরমা কোনটি নিরাপদ || Which is safe Kajal or Surma on the eyes || Dr. Abida Sultana

চোখে কাজল নাকি সুরমা কোনটি নিরাপদ, ডা. আবিদা সুলতানা,  Which is safe Kajal or Surma on the eyes, Dr. Abida Sultana


চোখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে চোখে ব্যবহার করা হয় নানা প্রসাধনী। তবে এসব প্রসাধনীর মধ্যে কাজলের আবেদন যেন বরাবরই বেশি। তাই বিভিন্ন নামিদামি ব্র্যান্ড তৈরি করছে চোখের প্রসাধনী কাজল। চোখ সাজানোর একটি গুরুপূর্ণ উপাদান হওয়ায় আজকের আয়োজনে থাকছে কাজল নিয়ে বিশেষ কিছু সতর্কবার্তা।

 

চোখের সাজে ব্যবহার করা কাজল চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চোখের সুরক্ষায় নামিদামি ব্র্যান্ডের চেয়ে বাড়িতে তৈরি কাজলকেই বেশি নিরাপদ মনে করছেন তারা।

 

প্রাকৃতিক কাজল কী দিয়ে তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। বাড়িতে তৈরি কাজল তৈরা করা হয় আগুনের শিখা বা কার্বন থেকে। তাই ব্র্যান্ডের ক্ষতিকারক ক্যামিকেল প্রোডাক্ট থেকে অনেকটাই নিরাপদ বাড়িতে তৈরি কাজল। কিন্তু শুধু বাড়িতে তৈরি কাজলই কি চোখের জন্য নিরাপদ?

 চোখের সুরক্ষায় কিংবা যত্নে বাড়িতে তৈরি কাজলের চেয়েও নিরাপদ হলো সুরমা। কারণ, সুরমা তৈরি হয় পারস্য দেশের কোহিনূর নামের পাথর থেকে। তাই সুরমায় রয়েছে কিছু প্রাকৃতিক খনিজ উপাদান, যা চোখের যে কোনো ধরনের সংক্রমণ রুখে দিতে পারে।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের ‘ইছমিদ’ সুরমা ব্যবহারের উপদেশ দিয়েছেন এবং তার উপকারিতা বর্ণনা করেছেন।

 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা ঘুমের সময় অবশ্যই ‘ইছমিদ’ সুরমা ব্যবহার করবে। কারণ, তা ব্যবহারে চোখের জ্যোতি বাড়ে এবং অধিক ভ্রু জন্মে। (ইবনে মাজাহ, মুসনাদে আবু ইয়ালা)

 

এ বিষয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, প্রিয় নবীর (সা.) একটি সুরমাদানি (সুরমা রাখার পাত্র) ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে তিনবার এবং বাঁ-চোখে তিনবার সুরমা লাগাতেন। (সুনানে বায়হাকি)

 

শুধু ধর্মে নয়, বিজ্ঞানেও মিলেছে এর প্রমাণ। গবেষণায় দেখা গেছে, লিড সালফাইড বা খনিজ দ্রব্য চূর্ণ করে সুরমা তৈরি হওয়ায় এটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করতে পারে। তাই চোখের জ্যোতি বাড়াতে সুরমা ব্যবহার করতে পারেন।

 

এ ছাড়া চোখে জ্বালাপোড়া নিরাময় করার পাশাপাশি এটি চোখে প্রবেশ করা ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে।

 

সুরমায় রয়েছে চোখের জন্য ছোঁয়াচে সব ধরনের রোগজীবাণুকে ধ্বংস করার ক্ষমতা। তাই চোখের যত্ন কিংবা সাজে কাজলের চেয়ে সুরমার ব্যবহারই বিশেষজ্ঞদের প্রথম পছন্দ।

 

চোখে কাজল নাকি সুরমা কোনটি নিরাপদ || ডা. আবিদা সুলতানা
Which is safe Kajal or Surma on the eyes || Dr. Abida Sultana

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.