Header Ads

চোখে ঝাপসা দেখলে দ্রুত ৩টি কাজ করুন || If you see blurred vision, do 3 things quickly || Dr. Abida Sultana

চোখে ঝাপসা দেখলে দ্রুত ৩টি কাজ করুন,  ডা. আবিদা সুলতানা, If you see blurred vision, do 3 things quickly,  Dr. Abida Sultana


কর্মব্যস্ত জীবনে অপলক তাকিয়ে থাকে আপনার দুটি চোখ। দীর্ঘ সময় কাজে চোখ হয়ে পড়ে ক্লান্ত, পরিশ্রান্ত। তাই হঠাৎই যেন চোখে ঝাপসা দেখতে শুরু করেন আপনি। এমন পরিস্থিতিতে দ্রুত কী করবেন জানেন? চোখে ঝাপসা দেখলে দ্রুত ৩টি কাজ করতে হবে।

 

এমনটি হলে প্রথমেই চোখ বন্ধ করে রাখুন ১ মিনিটের মতো। এরপর ধীরে ধীরে চোখের পলক ফেলুন। ‘আইন ব্লিক জাগ্ট মেয়ার আলস থাউজেন্ট ভরটে’ জার্মান ভাষার এ কথাটির মানে হলো এক পলক হাজারো শব্দের চেয়েও বেশি কথা বলে। এই পলক শুধু আপনার না বলা কথার ভাষাই নয়, আপনার চোখের সুরক্ষার বিশেষ হাতিয়ারও। তাই প্রতি মিনিটে কমপক্ষে ১৫ বার চোখের পলক ফেলতে চেষ্টা করুন।

 

মুনস্টার বিশ্ববিদ্যালয়ের অপথালমোলজির ডিরেক্টর নিকোল মনে করেন, দীর্ঘক্ষণ কাজ করার ফলে চোখে ঝাপসা অনুভূত হলে সবুজ আর নীল রঙে তাকাতে পারেন কিছুটা সময়। এতে চোখের ক্লান্তি অনেকটাই কমে যাবে।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
 

চোখের ঝাপসা দেখা বা ক্ষীণ দৃষ্টিকে বাড়ানোর উপায় হিসেবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হাসপাতালের গবেষকরা মনে করেন ইয়োগা, প্রাণায়াম আর চোখের কিছু নির্দিষ্ট এরোবিক ব্যায়াম ভালো কাজ দেয়।

 

তাই চোখের যত্নে নিয়মিত এই তিনটি টিপস ফলো করুন। সেই সঙ্গে ডায়েটে রাখুন ভিটামিন এ, ওমেগা থ্রি ফ্যাটি এসিড, বিটা ক্যারোটিন ও লিউটিন সমৃদ্ধ খাবার।

 

মোবাইল, কম্পিউটার, টিভির ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি থেকে যতটা সম্ভব নিজের চোখকে দূরে রাখার চেষ্টাও চোখের ঝাপসা দেখার প্রবণতায় বাঁধা দেয়। সেই সঙ্গে সুরক্ষিত রাখে আপনার চোখ।


চোখে ঝাপসা দেখলে দ্রুত ৩টি কাজ করুন || ডা. আবিদা সুলতানা 
If you see blurred vision, do 3 things quickly || Dr. Abida Sultana


ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.