Header Ads

বরফ ঘষলে ত্বক উজ্জ্বলতা বাড়ে || Rubbing ice makes the skin glow || Dr. Abida Sultana

বরফ ঘষলে ত্বক উজ্জ্বলতা বাড়ে, Rubbing ice makes the skin glow, Dr. Abida Sultana, আসুন সুস্থ থাকি, রক্ত চলাচল বাড়ায়, ট্যান দূর করে, ত্বক মসৃণ ও চকচক,


ত্বকের যত্নে নানা উপাদান ব্যবহার করি আমরা। এর কোনটি ত্বক থেকে দাগ দূর করে। কোনটি ত্বক করে উজ্জ্বল। আমাদের প্রায় সবার বাসাতেই থাকে বরফ। ঘরোয়া এই উপাদানটি কিন্তু ত্বকের অনেক সমস্যা দূর করে সহজে।


ত্বকে বরফ ঘষলে কী কী উপকার মেলে। চলুন জানা যাক বিস্তারিত-


ত্বক মসৃণ ও চকচকে রাখে

ত্বকের জন্য অত্যন্ত উপকারী উপাদান বরফ। এটি ত্বকের অযাচিত ছিদ্র দূর করতে পারে। ত্বককে মসৃণ ও চকচকে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে বরফ।


ব্রণ সমস্যা দূর করে

ব্রণ সমস্যা কমাতে দারুণ কাজ করে বরফ। যাদের মুখে প্রচুর ব্রণ রয়েছে তারা নিয়মিত বরফ দিয়ে ফেসিয়াল করতে পারেন। উপকার পাবেন।


ট্যান দূর করে

রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে? ভরসা রাখুন এক টুকরো বরফে। বাইরে থেকে এসে মুখে বরফ ঘষুন। পোড়াভাব দূর হবে দ্রুত।


রক্ত চলাচল বাড়ায়

মুখে বরফ ঘষলে ত্বকে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে। ত্বকের যেকোনো সমস্যা সহজে দূর হয় এতে।



বরফ ঘষলে ত্বক উজ্জ্বলতা বাড়ে ||  Rubbing ice makes the skin glow || Dr. Abida Sultana  

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.