Header Ads

ওজন কমাতে প্রতিদিন কয়টি ডিম খাবেন || How many eggs should you eat every day to lose weight || Dr. Abida Sultana

ওজন কমাতে প্রতিদিন কয়টি ডিম খাবেন || How many eggs should you eat every day to lose weight || Dr. Abida Sultana


ওজন কমানোর যাত্রায় কত খাবার আমরা খাই না। চর্বি ও তেলে ভাজা খাবার এ সময় খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া ভাল। তবে অনেক সময় আমরা প্রোটিনও না খেয়ে থাকি। এতে ওজন হয়ত কমে। কিন্তু পরবর্তীতে আমরা নানা শারীরিক সমস্যায় ভুগে থাকি। ওজন কমানোর চেষ্টায় থাকলে ‘ডিম’ প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। এটি আপনার ডায়েটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে।



সকালে নাস্তায় ডিম অবশ্যই রাখুন। এটি ওজন কমাতে সহায়তা করবে। আপনার ক্ষুধা কমাবে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আপনি কি জানেন, সকালের নাস্তায় কতগুলো ডিম খাওয়া উচিত? একজন প্রাপ্তবয়স্ক মানুষ ২-৩টি ডিম খেতে পারেন। এতে আপনার ক্যালোরি বাড়বে না। বরং যথেষ্ট পরিমাণে প্রোটিন পাবেন।


সকালে নাস্তায় ২-৩ টি ডিম আপনাকে তৃপ্তি দেবে। ক্ষুধার যন্ত্রণা কমাতে সহায়তা করবে। প্রতিটি ডিমে প্রায় ৬ গ্রাম উচ্চ মানের প্রোটিন থাকে। যা ওজন কমানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ডিমে ভিটামিন বি-১২ এবং ডি রয়েছে। এটি আয়রনে ভরপুর। যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।


ডিম নানা ভাবে খাওয়া যায়। তবে ওজন কমানোর চেষ্টায় ডিম কিভাবে খাবেন? এ ক্ষেত্রে, অবশ্যই ভেজে খাবেন না। ভাজা ডিমের স্বাদ সুস্বাদু হলেও, প্রচুর ক্যালোরি থাকে। তাই সিদ্ধ, পোচড বা স্ক্র্যাম্বলড করে খান। ডিম পোচ বা স্ক্র্যাম্বলড করার সময় অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করুন। তেলের পরিমাণ যতটা সম্ভব কমিয়ে দিন। অতিরিক্ত ফাইবার এবং ভিটামিন পেতে পালং শাক, ক্যাপসিকাম বা টমেটোর মত শাকসবজির সাথে আপনার ডিম মিশ্রিত করুন। ওজন কমানোর যাত্রায় ডিম একটি দুর্দান্ত খাবার হতে পারে।



ওজন কমাতে প্রতিদিন কয়টি ডিম খাবেন 
How many eggs should you eat every day to lose weight || Dr. Abida Sultana


ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার 

No comments

Powered by Blogger.