Header Ads

শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া উঠে গেলে করণীয় কী || What to do if the skin comes off from different parts of the body || Dr. Abida Sultana

শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া উঠে গেলে করণীয় কী || ডা. আবিদা সুলতানা What to do if the skin comes off from different parts of the body || Dr. Abida Sultana


শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ওঠা রোগকে বলে সোরিয়াসিস। এটি একধরনের চর্মরোগ। মাথা, জিব, পুরুষ জননাঙ্গের অগ্র ত্বক, অণ্ডকোষের থলে, পিঠের ওপরের অংশ থেকে নিচের অংশ, ঘাড়, হাতের কনুই, আঙুল, তালু, পিঠ, নখ ও তার আশপাশে, পায়ের তালু, হাঁটু, হাত-পায়ের জয়েন্টে এটি বেশি দেখা যায়। এসব জায়গা থেকে ক্রমাগত চামড়া উঠতে থাকে।


লক্ষণ

কনুই, হাঁটু, হাত-পায়ের তলা, মাথা, পিঠ ইত্যাদি স্থান থেকে সাপের মতো চামড়া উঠে যায়। মাথা থেকে খুশকির মতো চামড়া উঠতে থাকে।


চিকিৎসা

সোরিয়াসিস একেবারে নির্মূলযোগ্য রোগ নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য। নিয়মিত সঠিক চিকিৎসা নিলে বেশির ভাগ ক্ষেত্রে সোরিয়াসিস নিয়ন্ত্রণে থাকে। এখন নতুন নতুন অনেক চিকিৎসা বের হয়েছে এবং এর অনেক ভালো ওষুধ আমাদের দেশেই আছে। স্কিন বায়োপসি করে রোগটি পুরোপুরি নির্ণয় করা যায়। সোরিয়াসিসের একটি চিকিৎসা ভিটামিন ডি। এ ছাড়া ক্যালসিপোট্রিয়ল ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়। যে কোষগুলোর কারণে সোরিয়াসিস হয়, ফটোথেরাপি সেই কোষগুলোকে কমিয়ে দেয় বলে এটি খুব কার্যকর। এর নিরাপদ ব্যবহারে শিশুদের সোরিয়াসিসও নিয়ন্ত্রণ হয়। এ ছাড়া কিছু ইমিউনোসাপ্রেসিভ ওষুধের পাশাপাশি রয়েছে ভিটামিন ‘এ’-জাতীয় রেটিনয়েড ও সাইক্লোসপোরিন। তবে রেটিনয়েড ব্যবহার করার সময় গর্ভধারণ নিষিদ্ধ। বায়োলজিকস ওষুধগুলো এখন ইনজেকটেবল ফর্মেও মিলছে, তবে একটু দামি। 



শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া উঠে গেলে করণীয় কী || ডা. আবিদা সুলতানা
What to do if the skin comes off from different parts of the body || Dr. Abida Sultana


ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.