শরীর ফিট রাখতে || To keep the body fit || Dr. Abida Sultana
শরীর ঠিক না থাকা মানে ব্যক্তিগত ও পেশাদার জীবনে মারাত্মক প্রভাব পড়া। তবে শরীর ফিট রাখতে হাঁটাএ জুড়ি নেই। হাঁটার মাধ্যমে উচ্চ রক্তচাপ, টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হৃদরোগের মতো সমস্যা প্রতিরোধ করা যায়। কিন্তু কিভাবে বা কতটুকু হাঁটতে হবে -এটা জানেন না অনেকেই। তাই সহজ উপায় হতে পারে ব্রিস্ক ওয়াকিং, যাতে একটু জোরে হাটতে হয়
এর জন্য বাড়ির উঠোন বা মাঠ, পার্ক, ফাঁকা রাস্তা এমনকি বাড়ির ছাদও
বেছে নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, জিমে না গিয়ে ব্রেস্ক ওয়াকিং করলে তা
ওষুধের মতো কাজ করবে।
নিয়মাবলী
• প্রথমে হালকা শরীর চর্চা করুন। এরপর হাঁটা শুরু করুন।
• খুব আস্তেক নয় আবার দ্রুত ও নয়, এর মাঝামাঝি গতিতে হাঁটুন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেশন (সিডিসি) অনুযায়ী -
হাঁটার গতি হবে ঘন্টায় কমপক্ষে তিন মাইল বা প্রতি ২০ মিনিটে এক মাইল সমপরিমাণ।
• এই ধরনের হাঁটায় মিনিটে ১০০ বার পা ফেলতে হয়। অর্থাৎ প্রতি
সেকেন্ডে একবারেরও বেশি।
• হাঁটার সময় হার্টের স্পন্দন স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি হতে
হবে এবং শ্বাসপ্রশ্বাসও ঘন ঘন পড়বে।
• শরীর থেকে ঘাম বের হবে এবং ব্যায়ামের অনুভূতি হবে।
• সোজা হয়ে হাঁটতে হবে যাতে হাঁটার সময় মাথা বা কাঁধ
যেন কোনো মতে মাটির দিকে ঝুঁকে না পড়ে। কাঁধ যতটা সম্ভব রিলেক্সড রাখতে হবে।
• পোশাক ও জুতো জোড়া জোরে হাঁটার মতো উপযুক্ত ক আরামদায়ক হতে
হবে।
• সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটতে হবে।
• হাত দুটি কনুই থেকে এমন অ্যাঙ্গেলে রাখুন যাতে একে অপরকে ক্রস না
করে।
• হাতের মাসলগুলো যথাসম্ভব রিলেক্সড রাখুন।
• নিজেকে হাইড্রেট রাখতে হাঁটার সময় সঙ্গে অবশ্যই এক বোতল পানি
রাখুন।
• হাঁটার পর উপযুক্ত ডায়েট মেনে চলুন।
• আধা ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন হাঁটুন।
উপকারিতা
• শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়।
• শরীর ও মন চনমনে রাখে।
• বয়সজনিত সমস্যা বহুদিন দূরে রাখে।
• মস্তিষ্ক সচল রাখে।
• কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
• কিডনি ভালো রাখে।
• ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
• হাঁটার ফলে পেশি গুলো শরীরে গ্লুকোজ ও ইনসুলিন ভালোভাবে
ব্যবহার করে বলে ব্লাডসুগার ভারসাম্য বজায় রাখতে পারে।
• হৃৎপিণ্ড ও ফুসফুসের পেশিগুলো শক্তিশালী হয় বলে হৃদরোগের
আশঙ্কা কমে যায়।
• নিয়ম মেনে প্রতিদিন হাঁটলে ২০০ ক্যালরির মতো ক্ষয় হয়, যাতে
মেদ কমাসহ বাড়তি ওজন কমাতে সাহায্য করে।
• ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। কোমোথেরাপি চলার সময় পার্শ্ব
প্রতিক্রিয়া অনেকটাই এড়ানো যায়।
সতর্কতা
• আপনার বয়স ও ফিটনেস স্তনের সঙ্গে মানিয়ে হাঁটুন।
• হাঁটার সময় শরীরে অস্বস্তি যেন না হয় সেদিকে খেয়াল
রাখুন।
• হাঁটার গতি একই রিদমে রাখুন। হঠাৎ করে গতি বাড়িয়ে বা
কমিয়ে নয়।
• মোবাইলে গান শুনতে শুনতে হাঁটা নয়, ঘড়ি ধরে একেবারে আধাঘন্টা
ব্রিস্ক ওয়াকিং করুন।
• ক্যালরি নিয়ন্ত্রণ সহ ঠিকমতো ডায়েটিং করুন।
শরীর ফিট রাখতে || ডা. আবিদা সুলতানা || To keep the body fit || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
আরো পড়ুন ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার
No comments