নখে যখন রোগের লক্ষণ || Signs of disease when nails || Dr. Abida Sultana
ভাঙ্গা কিংবা অপরিষ্কার নখ শুধু দৃষ্টিকটুই নয়, হতে পারে শারীরিক
সমস্যার পূর্বাভাস। নখের অবস্থা বুঝে সতর্ক হওয়ার কয়েকটি লক্ষণ এখানে দেওয়া
হলো।
• হলুদ নখ : বয়স বাড়ার সঙ্গে তাল মিলিয়ে নখ হলুদ হতে থাকে। তবে অতিরিক্ত নেলই পলিশ কিংবা অ্যাক্রিলিক নখে ব্যবহারের কারণেও হলুদ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ধূমপান, ডায়াবেটিস ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার কারণেও নখ হলদেটে হয়ে যেতে পারে।
• নখের সাদা ছোপ : নখের ভেতরে ছোট সাদা সব হতে পারে ক্ষুদ্র কণিকার আঘাতের ফলাফল। তবে কিছু ছোপ হতে পারে ছত্রাকজনিত প্রদাহ। যার জন্য চাই চিকিৎসার।
• নখে ভাঁজ কিংবা টোল : নখে প্রায়শই ভাঁজ কিংবা ডেন্ট অর্থাৎ জোরে আঘাত পেলে যেমন গাড়িতে ডেন্ট বা টোল পরে সে রকম কোনক টোল বা গর্ত দেখা গেলে হয়ত দুর্লভ টিস্যুজনিত রোগ ‘রেইটার'স’ সিনড্রোম এ ভুগছেন। সিরোসিসের কারণেও এমনটা হতে পারে।
• নখ ছিলে যাওয়া : নখে আঘাত পাওয়ার কারণে এই ঘটনা বেশি ঘটে। যেমন নখ দিয়ে কোন কিছু খোলার চেষ্টা করা বা নেইল পলিশ উঠাতে অতিরিক্ত ও শক্তিশালী রিমুভার ব্যবহার করা। তবে নখ ছিঁড়ে যাওয়ার ঘটনা যদি প্রায়ই ঘটে। তবে সম্ভবত আয়রন অর্থাৎ লৌহের অভাবে ভুগছেন।
• গোল ছোপ : নখের উপর বৃত্ত তৈরি হওয়া এবং ওই অংশের রং পরিবর্তন হলে বৃক্কজনিত রোগের লক্ষণ হতে পারে। এই উপসর্গের সঙ্গে আরো থাকতে পারে অস্বস্তি, অবসাদ, ওজন কমে যাওয়া, ডায়াবেটিস ইত্যাদি।
• নখ ভেঙ্গে যাওয়া : নখ ভেঙ্গে যাওয়া হতে পারে স্বাস্থ্যগত সমস্যার উপসর্গ। দীর্ঘ সময় পানিতে হাত ভিজে থাকলে কিংবা অতিরিক্ত শুষ্ক হয়ে নখ দূর্বল হলে সহজেই ভেঙ্গে যায়। অন্যান্য উপসর্গের মধ্যে আছে ক্লান্তি, অবসাদ, রুক্ষ ত্বক ইত্যাদি। ভিটামিন ও বায়োটিন সাপ্লিমেন্ট হতে পারে সম্ভাব্য সমাধান।
• কালো ক্ষত : নখে কালো ক্ষত হওয়া সবচাইতে মারাত্মক। আর সঙ্গে যদি
নখের পাশ দিয়ে রক্তপাত হয় এবং প্রদাহ তৈরি হয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন
হওয়া উচিত। কারণ এটি হতে পারে ‘ মেলানোমা'র পূর্বাভাস, যা এক ধরণের
ক্যান্সার।
নখে যখন রোগের লক্ষণ || ডা. আবিদা সুলতানা || Signs of disease when nails || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
আরো পড়ুন ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার
No comments