সঠিক ঘুম না হলে || If not proper sleep || Dr. Abida Sultana
সারাদিনের ক্লান্তি শেষে রাতে ভালো ঘুম সবাই চায়। কিন্তু অনেকের তা হয় না। ঔষধ পর্যন্ত সেবন করতে হয়। তবে ঘুমের জন্য কিছু নিয়ম মেনে চললে কাজ দেয়। যেমন :-
• নিয়মিত ব্যায়াম করুন, যাতে শরীরে অবসাদ না পায়।
• শেষ বিকেল বা সন্ধ্যার পর ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে
বিরত থাকুন।
• ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগেই যতটা সম্ভব রিল্যাক্সড মুডে
থাকুন।
• ঘুমানোর ঘর হতে হবে একেবারেই কোলাহলমুক্ত।
• ঘুমানোর আগে সব ধরনের বাতি নিভিয়ে দিন।
• থাকার ঘরটি যেন বেশি শীতল বা বেশি গরম না হয়।
• সম্ভব হলে এক গ্লাস হালকা গরম দুধ পান করুন।
• ঘুম আসতে বিলম্ব হলে খানিকটা লম্বা শ্বাস নিন এবং মেডিটেশন
করুন।
• রাতে গোসলের পর অয়েল ম্যাসেজ নিলেও ভালো কাজ হয়।
• এসব করেও যদি ঘুম না আসে তখন চিকিৎসকের পরামর্শ নিন।
সঠিক ঘুম না হলে || ডা. আবিদা সুলতানা || If not proper sleep || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
আরো পড়ুন ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার
No comments