Header Ads

সঠিক ঘুম না হলে || If not proper sleep || Dr. Abida Sultana

সঠিক ঘুম না হলে, ডা. আবিদা সুলতানা, If not proper sleep, Dr. Abida Sultana,

সারাদিনের ক্লান্তি শেষে রাতে ভালো ঘুম সবাই চায়। কিন্তু অনেকের তা হয় না। ঔষধ পর্যন্ত সেবন করতে হয়। তবে ঘুমের জন্য কিছু নিয়ম মেনে চললে কাজ দেয়। যেমন :- 

•  নিয়মিত ব্যায়াম করুন, যাতে শরীরে অবসাদ না পায়। 

• শেষ বিকেল বা সন্ধ্যার পর ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে বিরত থাকুন। 

• ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগেই যতটা সম্ভব রিল্যাক্সড মুডে থাকুন।

• ঘুমানোর ঘর  হতে হবে একেবারেই কোলাহলমুক্ত।

• ঘুমানোর আগে সব ধরনের বাতি নিভিয়ে দিন।

• থাকার ঘরটি যেন বেশি শীতল বা বেশি গরম না হয়। 

• সম্ভব হলে এক গ্লাস হালকা গরম দুধ পান করুন। 

• ঘুম আসতে বিলম্ব হলে খানিকটা লম্বা শ্বাস নিন এবং মেডিটেশন করুন। 

• রাতে গোসলের পর অয়েল ম্যাসেজ নিলেও ভালো কাজ হয়। 

• এসব করেও যদি ঘুম না আসে তখন চিকিৎসকের পরামর্শ নিন।

 

সঠিক ঘুম না হলে || ডা. আবিদা সুলতানা || If not proper sleep || Dr. Abida Sultana

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.