Header Ads

পুরুষের টাক পড়া বন্ধ হয়ে ঘরোয়া চিকিৎসা || Home remedies for male pattern baldness || Dr. Abida Sultana

পুরুষের টাক পড়া বন্ধ হয়ে ঘরোয়া চিকিৎসা || ডা. আবিদা সুলতানা || Home remedies for male pattern baldness || Dr. Abida Sultana

বংশগত কারণে বেশি চুল পড়ে অনেকের। তবে ভালো শ্যাম্পু, স্প্রে বা অয়েন্টমেন্ট ব্যবহারের কারণেও চুল পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বন্ধু-বান্ধব বা এর ওর পরামর্শে চুল পড়া কমানোর জন্য বা নতুন চুল গজানোর জন্য নানা রকমের উপাদান ব্যবহার করি। এতে দীর্ঘমেয়াদি ফল লাভ খুব একটা হয় না  ফলে হতাশা পেয়ে বসে। আর অনেক অর্থ ও অপচয় হয়। চুল পড়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা সেটা খুঁজে বের করা উচিত। ও কারণটির চিকিৎসা জরুরী। প্রথম দিকে কিছু স্প্রে বা ঔষধ, ভিটামিন ইত্যাদি দিয়ে চুল পড়া কমানো চিকিৎসা করা হয়। মাথার চুল একজন পুরুষকে ব্যক্তিত্বসম্পন্ন করে। তবে অসময়ে অতিরিক্ত চুল পড়ে যাওয়া ও শেষে টাক পড়া খুবই অস্বস্তিকর। অনেক পুরুষের দেখা যায় সামনের দিকে বা মাঝখানে চুল পাতলা হতে থাকে। বিশেষ করে যারা হেলমেট পড়েন তাদের আগে টাক পড়ে।  মাথা চুল পাতলা হতে থাকলে অবশ্যই ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে পারেন  

জবা ফুলের রস : .১ গ্লাস পানি ফুটিয়ে এতে দুটি জবা ফুল দিয়ে ৩৪ মিনিট সিদ্ধ করুন। এরপর সিদ্ধ পানি ছেঁকে ঠান্ডা করে লেবুর রস  মিশিয়ে নিন। এরপর শ্যাম্পু করার পরে মাথায় লাগিয়ে নিন এই মিশ্রনটি। জবা ফুলের রস চুলের জন্য গোড়ার জন্য উপকারী। 

নিমপাতা : তিন গ্লাস পানিতে দশটি নিমপাতা ফুটান।  এবার ঠান্ডা করে চুলের গোড়ায় মিশ্রণটি লাগিয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। 

অলিভ অয়েল : অলিভ অয়েল, ২ চামচ মধু এবং এক চামচ দারুচিনি গুড়ো ভালো করে মেশান। মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট  রেখে নিন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন।


পুরুষের টাক পড়া বন্ধ হয়ে ঘরোয়া চিকিৎসা || ডা. আবিদা সুলতানা
Home remedies for male pattern baldness || Dr. Abida Sultana

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.