Header Ads

অতিরিক্ত ঘাম কি কি রোগের লক্ষণ জানেন ? Do you know the symptoms of excessive sweating? || Dr. Abida Sultana

অতিরিক্ত ঘাম কি কি রোগের লক্ষণ জানেন? || ডা. আবিদা সুলতানা || Do you know the symptoms of excessive sweating? || Dr. Abida Sultana


গরম আবহাওয়া মধ্যে বা পরিবেশের মধ্যে যে যাবে তখনই ঘাম হবে, এটাই স্বাভাবিক। ঘাম হওয়া শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঘাম না হওয়া কখনো কখনো বড় ধরনের অসুস্থতার কারণ হতে পারে। কিন্তু অনেকেই আবার স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ঘাম দেখা যায়। এই অতিরিক্ত ঘাম ও সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞদের মতে,  যারা অতিরিক্ত ঘামেন তাদের শরীরে বিশেষ অবস্থার লক্ষণ প্রকাশ পেতে পারে এর মাধ্যমে  চলুন জেনে নিই, অতিরিক্ত ঘামে কি কি রোগের লক্ষণ হতে পারে

• হার্ট অ্যাটাক : হঠাৎ করে যদি কেউ স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে থাকেন তাহলে তার কার্ডিয়াক সমস্যার কথা বিবেচনায় আনতে হবে। এই অবস্থায় কোনভাবেই অবহেলা করা যাবে না। জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসককে দ্বারস্থ হতে হবে। এরপর পাশাপাশি ধূমপানের অভ্যাস,  উচ্চ রক্তচাপ ও পরিবারের কারো হৃদরোগের  ইতিহাস থাকলে তো কোন কথাই নেই। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।  

• ডায়াবেটিস : ঘামের মাধ্যমে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে। তবে ইনসুলিন উৎপাদনে সমস্যা এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ঝামেলা হলেও এমনটি দেখা যায়। এছাড়া গর্ভাবস্থা এবং অন্য কোন বিশেষ অবস্থার কারণে ও ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে। অতিরিক্ত ঘামা রক্তে নিম্ন মাত্রার গ্লুকোজের লক্ষণ প্রকাশ করতে  পারে বলে ও অনেক বিশেষজ্ঞরা জানিয়েছেন।  এতে করেও দেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়।  যে কোনো শারীরিক অসুবিধাতে সবাই ঘামতে পারে।  তবে অবশ্যই তা স্বাভাবিক হতে হবে।  মনে রাখবেন এমনটি হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি সবারই খেয়াল রাখা উচিত।

কেননা, “ স্বাস্থ্যই সকল সুখের মূল।”

 


অতিরিক্ত ঘাম কি কি রোগের লক্ষণ জানেন? || ডা. আবিদা সুলতানা 
Do you know the symptoms of excessive sweating? || Dr. Abida Sultana 

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার


No comments

Powered by Blogger.