Header Ads

দাঁতের সমস্যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় || Dental problems increase the risk of high blood pressure || Dr. Abida Sultana

দাঁতের সমস্যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় || ডা. আবিদা সুলতানা || Dental problems increase the risk of high blood pressure || Dr. Abida Sultana

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্য তালিকা মেনে চলা যেমন জরুরী তেমনি দাঁতের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। 

নতুন এক গবেষণা বলছে, যাদের দাঁতের মাড়ি সুস্থ তাদের রক্তচাপের প্রবণতা কম থাকে। তাছাড়া দাঁতে বা মুখগহ্বরের সমস্যা আছে এমন ব্যক্তির উচ্চ রক্তচাপের জন্য ঔষধ খেলেও অন্যদের তুলনায় তাদের ক্ষেত্রে ঔষধের প্রতিক্রিয়া কম কাজ করে।

গবেষণায় আরো দেখা গেছে, হাইপারটেনশনে ভুগছেন এমন রোগী যাদের দাঁতে সমস্যা আছে পরবর্তীতে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি থাকে।

গবেষক দলের একজন ইতালির ইউনিভার্সিটি অফ লাকুইলারের পোস্ট ডক্টরেট শিক্ষার্থী ডেভিট পাইট্রপালি বলেন, ‘ যারা হাইপারটেনশন এর চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসকের উচিত রোগীর দাঁতের স্বাস্থ্যের খোঁজ নেয়া। অন্যদিকে, দাঁতে চিকিৎসকের রোগী শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ রাখা উচিত। বিশেষ করে হৃদরোগজনিত সমস্যা আছে কিনা সেটা জানা প্রয়োজন। ’ 

গবেষণার জন্য ৩ হাজার ৬০০ জন উচ্চ রক্তচাপে ভোগা রোগীর উপর গবেষণা চালানো হয়। গবেষণাপত্রটি হাইপারটেনশন জার্নালেপ্রকাশিত হয়েছে। এ কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে দাঁতের স্বাস্থ্যের ব্যাপারে জোর দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।




দাঁতের সমস্যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় || ডা. আবিদা সুলতানা 
Dental problems increase the risk of high blood pressure || Dr. Abida Sultana
Dental problems increase the risk of high blood pressure || Dr. Abida Sultana


ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.