Header Ads

শ্বেতী রোগের চিকিৎসা কী || What is the treatment of white disease? || Dr. Abida Sultana

শ্বেতী রোগের চিকিৎসা কী, Dr. Abida Sultana,


কোনো কারণে দেহে মেলানোসাইট মেলানিন তৈরি বন্ধ হয়ে গেলে ত্বকে সাদা সাদা প্যাঁচের মতো তৈরি হয়। একে শ্বেতী রোগ বলে। বর্তমানে শ্বেতী রোগের বেশ উন্নত চিকিৎসা রয়েছে। এর অনেক ধরনের চিকিৎসা রয়েছে। ওষুধ খাওয়া, লাগানো, ফটোথেরাপি, এক্সাইমার লেজার, সার্জারি। রোগী অনুসারে এসব চিকিৎসা দেওয়া হয়।


কারও শরীর ৫০ ভাগের বেশি সাদা হয়ে গেলে তাকে বলে উন্টার প্রসেস। সে ক্ষেত্রে ত্বক আর কালো করা হয় না। বরং ডি পিগমেন্টিং প্রক্রিয়ায় ত্বক আরও সাদা করে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার আগে জানা, রোগটির চিকিৎসা করা যাচ্ছে কি না। এমন হলে সার্জারি করাতে হবে। তাতেও এ রোগ ভালো হয়।


কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় কাজ হয় না। ত্বকের সাদা অংশের ভেতর যে লোমগুলো থাকে, সেগুলোর রং যদি কালো থাকে, তাহলে বুঝে নিতে হবে মেলানোসাইট সক্রিয় আছে। সে ক্ষেত্রে ফটোথেরাপি দিতে হবে। যে চিকিৎসাই দেওয়া হোক না কেন, রোগীকে ধৈর্য ধরতে হবে। 



ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.