Header Ads

বিষণ্ণতার ১৩ লক্ষণ || 13 Signs of Depression || Dr. Abida Sultana

বিষণ্ণতার ১৩ লক্ষণ || 13 Signs of Depression || Dr. Abida Sultana


বিষণ্ণতার ১৩ লক্ষণ || 13 Signs of Depression || Dr. Abida Sultana

সবারই মাঝেমধ্যে মনখারাপ হয়। তবে দীর্ঘদিন আশাহত থাকা এবং সেখান থেকে বের হতে না পারা বিষণ্ণতার লক্ষণ। বিষণ্ণতা ব্যক্তির অনুভূতি ও দৈনন্দিন কাজের ওপর ভীষণ বাজে প্রভাব ফেলে।


বিষণ্ণতার কিছু লক্ষণের বিষয়ে আসুন জানি—


  • মনোযোগে সমস্যা, ভুলে যাওয়া এবং সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া
  • সারাক্ষণ অবসন্নভাব
  • নিজেকে দোষী ভাবা, অসহায় মনে করা
  •  হতাশাগ্রস্ত থাকা ও আশাহীন হওয়া
  • ঘুমের সমস্যা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা বেশি ঘুমানো
  • বিরক্তি
  • সারাক্ষণ অবসন্ন, ক্লান্তবোধ করা
  • পছন্দের কাজ করার প্রতি অনাগ্রহ, যৌনতার প্রতি অনীহা
  • খুব বেশি খাওয়া বা কম খাওয়া
  • চিকিৎসা নেওয়ার পরও হজমে সমস্যা
  • শরীরব্যথা, মাথাব্যথা—যেটা সারছে না
  • দীর্ঘমেয়াদে মনখারাপ, উদ্বিগ্ন থাকা, ‘শূন্য’ মনে হওয়া
  • আত্মহননের চিন্তা বা প্রয়াস  


কখন সতর্ক হবেন ?

১৫ শতাংশ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে। বিষণ্ণতা জটিল অবস্থায় চলে গেলে এ ধরনের চিন্তা হয়।


কেউ সারাক্ষণ আত্মহত্যার বা মৃত্যুর কথা বলতে থাকলে।

বিষণ্ণতা ( ভীষণ মনখারাপ, সবকিছুর প্রতি অনীহা, ঘুম ও খাওয়ার ক্ষেত্রে অসুবিধা) আরো খারাপের দিকে গেলে।

‘আমি না থাকলে ভালো হতো’ বা ‘আমার চলে যাওয়া উচিত’—এ ধরনের কথা বারবার বলা।

খুব কাছের বন্ধু বা ভালোবাসার মানুষকে হুট করে দেখতে চাওয়া। কারো ভেতর এসব সমস্যা দেখলে দ্রুত মনোচিকিৎসকের পরামর্শ নিন।




ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.