Header Ads

চোখে চোখ পড়লেই চোখ ওঠে না || The eyes do not open when the eyes are in the eyes || Dr. Abida Sultana

চোখে চোখ পড়লেই চোখ ওঠে না || ডা. আবিদা সুলতানা || The eyes do not open when the eyes are in the eyes || Dr. Abida Sultana


চোখ ওঠা মানে কিন্তু চোখ তুলে ফেলা নয়। কনজাংটিভাইটিস রোগে চলিত ভাষায় চোখ ওঠা বলা হয়। এতে আক্রান্ত ব্যক্তির চোখ লাল হয়ে যায়। চোখ থেকে পানি পড়ে, চোখে অস্বস্তি বা চুলকানি হয়। কোনো কোনো ক্ষেত্রে চোখে ব্যথা হতে পারে এবং চোখের পাতা ফুলেও যেতে পারে। 
 

যে কারণে চোখ উঠে 

যেমন - নির্দিষ্ট কোন পদার্থের কারণে চিংড়ি, গরুর মাংস, বেগুন, মিষ্টি কুমড়া ইত্যাদি খেলে ফুলের রেণু, ধূলো, ধোঁয়া বা পোকামাকড়ের পাখা সংস্পর্শে এলেই যদি কনজাংভাইটিস হয় এবং এমনটা বারবার হতেই থাকে সেক্ষেত্রে বুঝতে হবে ওই নির্দিষ্ট বস্তুর প্রতি এলার্জির কারণে এই রোগ হচ্ছেএকই কারণে একই সঙ্গে শ্বাসকষ্ট বা ত্বকের এলার্জি হতে পারে । তাই এ সমস্যার প্রতিরোধে অবশ্যই ওই নির্দিষ্ট বস্তু ও এড়িয়ে চলতে হবে। 

 

করণীয় 

বারবার কুসুম  গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। অ্যান্টিবায়োটিক ড্রপ প্রয়োজন হতে পারে।  তবে এসব ড্রপ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই জীবাণুর দ্রুত সংক্রমিত হয় তাই আক্রান্ত ব্যক্তির উচিত ভিড় এড়িয়ে চলা। বাতাসের মাধ্যমে বা চোখের দিকে তাকালে জীবাণু অন্যদের আক্রমণ করে- ব্যাপারটা আসলে এমন নয়। আক্রান্ত ব্যক্তি চোখে হাত লাগানোর পর ওই হাত দিয়ে অন্য জিনিস- দরজার হাতল, ফোন, রুমাল তোয়ালে ইত্যাদি স্পর্শ করলে অন্যরা সেটা থেকে সংক্রমিত হন।  ককনজাংটিভাইটিস  প্রতিরোধে বাইরে থেকে ফিরে চোখ ও চোখের পাতা পরিস্কার খাবার পানি দিয়ে ধুয়ে নেয়া উচিত। আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র আলাদা রাখতে হবে।



চোখে চোখ পড়লেই চোখ ওঠে না ||  ডা. আবিদা সুলতানা 
The eyes do not open when the eyes are in the eyes || Dr. Abida Sultana

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.