Header Ads

শিশুর যেসব ঔষধ ঘরে রাখবেন || Children's medicines to keep at home || Dr. Abida Sultana

শিশুর যেসব ঔষধ ঘরে রাখবেন || Children's medicines to keep at home || Dr. Abida Sultana


যেসব পরিবারের শিশু রয়েছে তাদের ঘরে কিছু দরকারি ঔষধ সব সময় রাখা ভালো। এতে আপৎকালীন নানা জটিলতা এড়ানো যায়। 

 

জ্বর সারানোর কার্যকর ঔষধ প্যারাসিটামল যা ট্যাবলেট, ড্রপ, সিরাপ, সাপোজিটরি ইত্যাদি ফর্মে পাওয়া যায়। তবে শিশুদের জন্য সিরাপ আর সাপোজিটরি  দরকার হয় বেশি।

সাধারণত ১০ কেজি ওজনের শিশুর জ্বর হলে তাকে এক থেকে দেড় চামচ প্যারাসিটামল সিরাপ দেওয়া যেতে পারে জ্বরের তারতম্য অনুযায়ী

আর সাপোজিটরি আড়াই-এর তিনভাগের এক ভাগ অথবা বেশি জ্বর হলে পুরোটা। সাপোজিটরি একটু বেশি দিতে হয় কারণ অনেক সময় তা বেরিয়ে যায়। 

 

অ্যান্টিহিস্টামিন : এই ঔষধ সর্দি -কাশি, এলার্জির জন্য বেশ উপকারী।  ফেক্সোফেনাডিন বা অন্য কোনো সিরাপ রাখা যেতে পারে। 


•  ড্রপ : নাকের ড্রপ রাখা উচিত।  তবে বেশিরভাগ ব্যবহার করা হয় স্যালাইন পানি। নজোমিস্ট, নরসল, সলো ইত্যাদি নামে বাজারে রয়েছে। 

 

ক্যালামিন লোশন : কোনো কিছু কামড় দিলে বা এলার্জি হলে এটা সঙ্গে সঙ্গে প্রয়োগ করলে বেশ কাজে দেয়। তবে চোখের আশপাশে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 

 

খাবার স্যালাইন : এটি খুবই দরকারি। শিশুদের বমি, পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে এটা প্রয়োগ করা হয়। নিওস্যালাইন নামে ওরস্যালাইনটি বাজারে বেশ প্রচলিত। আরো আছে টেস্টি স্যালাইন, ওরস্যালাইন ইত্যাদি। তবে নিয়ম অনুযায়ী পানির সঙ্গে গোলাতে হবে। অনেকে অল্প পরিমাণ স্যালাইন নিয়ে অল্প পানির সঙ্গে মিশিয়ে খাওয়ান যা মারাত্মক ভুল। এতে লবণের পরিমাণ বেশি হয়ে  মারাত্মক সমস্যা হতে পারে। 

ওরস্যালাইন খাওয়া সহজ নিয়ম হলো যতটুকু পানি পায়খানার মাধ্যমে বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ স্যালাইন পানি পরবর্তী এক ঘণ্টার মধ্যে রিপ্লেস করলেই হবে। আর খেয়াল রাখতে হবে প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। বমির জন্য ডমপিরিডন গ্রুপের ঔষধ ড্রপ ফর্মে যেটি পাওয়া যায় তা রাখা যেতে পারে। এর সাপোজিটরিও রয়েছে। এছাড়া লোকাল আন্টিসেপটিক ক্রিম বা মলম, কিছু ড্রেসিং সরঞ্জাম রাখা যেতে পারে। শিশুদের নিয়মিত মলত্যাগ না হলে গ্লিসারিন সাপোজিটরি ও রাখা যেতে পারে। 

 

ঔষধ রাখার কিছু নিয়ম :

বড় বাক্স ভরে ঔষধ রাখার দরকার নেই বরং পরিমাণে কম, অতি প্রয়োজনীয় এবং মানসম্মত নির্দিষ্ট কিছু ঔষধ ঘরে রাখলেই চলে।

ঔষধের বক্স তিন বা ছয় মাসের মধ্যে পরিষ্কার করা ভালো।

ঔষধ রাখার স্থানটি ও গুরুত্বপূর্ণ। রোদ লাগে এমন জায়গায় ঔষধ রাখা উচিত নয়।

কাগজের বক্সে ঔষধ থাকলে ভেজা ভেজা থাকে তাই সফট বা নমনীয় বক্সে রাখা ভালো।

কিছু কিছু ঔষধ রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখতে হয়।

•  শিশুদের নাগালের মধ্যে কোনো ঔষধ রাখা উচিত নয়।

প্যাকেটের ভেতরে থাকা ব্যবহারবিধি ফেলে দেওয়া ঠিক নয়।

 


শিশুর যেসব ঔষধ ঘরে রাখবেন || ডা. আবিদা সুলতানা 
Children's medicines to keep at home || Dr. Abida Sultana 

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

 আরো পড়ুন   ধূমপান ছাড়ার কিছু কার্যকর খাবার

No comments

Powered by Blogger.