Header Ads

মেয়েদের জীবনে থাইরয়েড সমস্যা দেখা দিলে কি কি প্রভাব পড়তে পারে || What are the effects of thyroid problems in women's lives? Dr. Abida Sultana

মেয়েদের জীবনে থাইরয়েড সমস্যা দেখা দিলে কি কি প্রভাব পড়তে পারে || ডা. আবিদা সুলতানা || What are the effects of thyroid problems in women's lives? Dr. Abida Sultana

মেয়েদের জীবনে থাইরয়েড সমস্যা দেখা দিলে কি কি প্রভাব পড়তে পারে তা নিম্নে আলোচনা করা হলো-


নারীর বয়ঃসন্ধি

নারীর বয়ঃসন্ধি এবং ঋতুস্রাব থেকে মেনোপজ পর্যন্ত যে কোনো সময়, থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা একজন মহিলার মাসিক চক্রকে ব্যাহত করে। অনিয়মিত ঋতুস্রাব, অত্যধিক মাসিক রক্তপাত, মাঝে মাঝে মাসিক বন্ধ হয়ে যাওয়া থাইরয়েড সমস্যার লক্ষণ। একটি কিশোরী মেয়ের পিরিয়ড খুব দেরীতে শুরু হয় বা খুব অল্প বয়সে অকালে শুরু হয় এবং একজন মধ্যবয়সী মহিলা অকালে মেনোপজের মধ্য দিয়ে যায় বা বৃদ্ধ বয়স পর্যন্ত অতিরিক্ত পিরিয়ড চলতে থাকেএই সমস্ত ব্যাধি থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে হতে পারে। তাই জীবনের কোনো পর্যায়ে কোনো ধরনের অনিয়ম হলে থাইরয়েড পরীক্ষা করা জরুরি।

নারীর সন্তানধারণ

থাইরয়েড হরমোন সন্তান ধারণের ক্ষেত্রে মহিলাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধ্যাত্ব, বারবার গর্ভপাত, গর্ভে সন্তানের মৃত্যু, শিশুর বৃদ্ধি বিকাশে সমস্যা, অকাল প্রসব, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া, একলাম্পসিয়া ইত্যাদি। হাইপো এবং হাইপার থাইরয়েড সমস্যা গর্ভধারণে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রতিটি মহিলার সন্তান নেওয়ার পরিকল্পনা করার পরে তার থাইরয়েড পরীক্ষা করা উচিত কারণ এটি একজন মহিলার প্রজনন জীবনের উপর এত বড় প্রভাব ফেলে। গর্ভধারণে অসুবিধা বা বারবার গর্ভপাত হওয়া অনিবার্য।

মাত্রা স্বাভাবিক বা বর্ডারলাইন (সাবক্লিনিক্যাল) থেকে সামান্য বেশি হলেও তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে গর্ভাবস্থায় প্রতি থেকে সপ্তাহ পর পর পরীক্ষা করুন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ সামঞ্জস্য করুন। থাইরয়েডের বিভিন্ন চিকিৎসা (যেমন, অ্যান্টিথাইরয়েড ওষুধ, রেডিওআইডিন থেরাপি) অনাগত শিশুর, এমনকি কোলের শিশুরও ক্ষতি করতে পারে। তাই গর্ভধারণের ক্ষেত্রে থাইরয়েড সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

নারীর সন্তান পালন

থাইরয়েড সমস্যা যেমন গর্ভাবস্থা এবং প্রসবের সময় পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে, তেমনি প্রসবের পরেও নতুন সমস্যা দেখা দিতে পারে। প্রসবোত্তর থাইরয়েডাইটিস প্রসবের মাস থেকে বছরের মধ্যে যেকোনো সময় হতে পারে। থাইরক্সিনের মাত্রা, যা গর্ভাবস্থায় বৃদ্ধি পায়, প্রসবোত্তর সময়ের মধ্যে আবার ধীরে ধীরে হ্রাস করা প্রয়োজন। যখন একটি ছোট শিশু উপস্থিত থাকে তখন রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি একেবারে নিষেধ করা হয়। মেয়েদের থাইরয়েড সমস্যা তার সমাধান, মায়ের থাইরয়েডের সমস্যা থাকলে অনাগত সন্তানেরও থাইরয়েড পরীক্ষা করানো প্রয়োজন। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুর জন্ম হলেও গর্ভবতী মায়ের সামান্য থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা পরবর্তীতে শিশুর বিভিন্ন বিকাশজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। শিশুর দাঁড়াতে বিলম্ব, জ্ঞানীয় বিকাশে বিলম্ব, বুদ্ধিবৃত্তিক এবং বিকাশে বিলম্ব, স্কুলের দুর্বল কর্মক্ষমতা, বা মানসিক বৃদ্ধির প্রতিবন্ধকতা খুব দেরিতে সনাক্ত করা যেতে পারে।

নারীর শারীরিকমানসিক অসুস্থতা

নারীর শারীরিক মানসিক অসুস্থতা, অকারণে বিরক্তি, হতাশা, আবেগপ্রবণ আচরণজীবনের কোনো না কোনো সময়ে এই সমস্যাগুলো একজন নারীর ব্যক্তিগত জীবনকে জটিল করে তোলে। অনেকেই জানেন না যে থাইরয়েড হরমোন একটি ভূমিকা পালন করতে পারে। টাক পড়া, শুষ্ক বা রুক্ষ ত্বক, চুল পড়া, ফাটা হাত পায়ের মতো বিরক্তিকর সমস্যা থেকে থাইরয়েডের সমস্যা নির্ণয় করা যায়। কখনও কখনও ক্লান্তি, তন্দ্রা, অস্বস্তি, অলসতা, স্ট্যামিনা হ্রাসের মতো বিষয়গুলি উপেক্ষা করা হয় তবে এই ছোট জিনিসগুলি থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে। অ্যানিমিয়া, রক্তের কোলেস্টেরল বৃদ্ধি, হৃদস্পন্দন বৃদ্ধি এমনকি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়াও এর সাথে যুক্ত হতে পারে। এই থাইরয়েড হরমোন মহিলাদের যৌনজীবনকেও প্রভাবিত করতে পারে।

থাইরয়েড হরমোনের সমস্যা মহিলাদের শারীরিক, মানসিক, প্রজনন এবং যৌন জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপসর্গ নিয়ে দেখা দেয়। নারীর জীবনে এই গ্রন্থির প্রভাব ব্যাপক এবং সুদূরপ্রসারী। এমনকি খুব সামান্য বা প্রায় অলক্ষিত লক্ষণ গুলোও বিবেচনায় নেওয়া উচিত। কেননা,নারীদের থাইরয়েড হরমোনজনিত রোগ জটিলতা দিন দিন বেড়েই চলেছে।




মেয়েদের জীবনে থাইরয়েড সমস্যা দেখা দিলে কি কি প্রভাব পড়তে পারে || ডা. আবিদা সুলতানা 
What are the effects of thyroid problems in women's lives? Dr. Abida Sultana 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানা স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 


No comments

Powered by Blogger.