চুল পড়া ঠেকাবে পেয়ারা পাতা || Guava leaves will prevent hair loss || Dr. Abida Sultana
চুল পড়া এখন অনেকের নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা থেকে উত্তরণে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি। অনেকেই ঝরে পড়া চুল নতুন করে গজানোর আশায় বিভিন্ন কোম্পানির উর্বরজাত পণ্য বা ঔষধ ব্যবহার করেন। চুল না থাকা সত্ত্বেও মাথায় পরিপূর্ণ সৌন্দর্য ধরে রাখতে কেউ নকল চুলও ব্যবহার করে। অর্থাৎ গ্রন্থি কোষ ও শিকর কে অনেক শক্ত করে ব্যবহারের বিধিমালা যাই হোক, চুল পড়া ঠেকাতে পেয়ারা পাতা বেশ কার্যকারী বলে জানিয়েছেন একদল বিজ্ঞানী। চুল পড়া রোধে পেয়ারার পাতা ব্যবহার সবচেয়ে কার্যকরী এবং প্রাকৃতিক উপায় বলে বর্ণনা করেছেন তারা। গবেষকদের দাবি, পেয়ারা পাতা নিয়মিত ব্যবহার ফলে মাথার চুল ঝরে পড়া রোধ হয় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। পেয়ারার পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই উপকারী।
পেয়ারার পাতা অবশ্যই মাথার
চুল ঝরে পড়া রোধ করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করে। এটি
চুলের সংযুক্তস্থল অর্থাৎ গ্রন্থিকোষ ও শিকড়কে
অনেক শক্ত করে।
ব্যবহারের বিধিমালা-
কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার পানিতে ২০মিনিট সিদ্ধ করার পর এর সঙ্গে ঠান্ডা পানির মিশ্রণ দিতে হবে। এরপর তা মাথার খুলিতে দিয়ে এক ঘন্টা পর মাথা পরিষ্কার করতে হবে। এই পদ্ধতিতে ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে করাই সবচেয়ে ভালো।
চুল পড়া ঠেকাবে পেয়ারা পাতা || ডা. আবিদা সুলতানা
Guava leaves will prevent hair loss || Dr. Abida Sultana
আর্টিকেলটি ভালো লাগলে
শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি
No comments